Wednesday, November 12, 2025

শিল্পের উন্নয়নে টালিগঞ্জের শিল্পী ও প্রযোজকদের পাশে জাভেড়কর

Date:

তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এবং দ্য ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া’ (NFDC)-র যৌথ উদ্যোগে সোমবার বিকেলে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। নিউ আলিপুর চত্বরের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত হন টলিউডের একঝাঁক তারকা। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এদিন দেখা করেন টলিউডের প্রযোজক-পরিচালক থেকে শুরু করে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী, প্রায় সকলেই। সোমবার সন্ধ্যায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে সাম্প্রতিক সিনেমা ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয় ।


এদিন এনএফডিসি(NFDC) -র এই অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যায় টলিউডের স্বনামধন্য শিল্পীদের। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, এবং রাশিদ খান। সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয়ও। কী নিয়ে এই অনুষ্ঠানের আলোচনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং খুঁজতে শুরু করেছেন।

এদিন বিকেল থেকেই নিউ আলিপুর চত্বরের বিলাসবহুল হোটেলের সামনে টলিউডের তারকাদের গাড়ি যাতায়াত করতে দেখা যায়। নিমন্ত্রিতের তালিকায় উপস্থিত তারকারা ছাড়াও ছিলেন আরও কয়েকজন বিশিষ্ট শিল্পী। তবে না কোনও রাজনৈতিক গন্ধ নয়, শুধুমাত্র শিল্পচর্চাই ছিল এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “রাজনীতি নয়, সিনেমার জন্যই এসেছি।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version