প্রথম দিনেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium) নিভল আলো। ম্যাচ চলাকালীন নিভে যায় আলো। বেগতিক দেখে খেলা কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে দেন আম্পায়াররা।

বুধবারই উদ্ধোধন করা হয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের। মোতেরার নাম বদলে নতুন নামকরণও করা হয় এদিন। এখানেই তৃতীয় টেস্ট খেলতে নামে ভারতীয় দল। ভারত- ইংল্যান্ড গোলাপি বলের দিনরাতের টেস্টে হঠাৎই নিভে যায় আলো। কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ করে রাখা হয়।
এদিকে শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মাকে বিশেষ সম্মান দেওয়া হয়। ম্যাচ শুরুর আগে ইশান্তের হাতে বিশেষ স্মারক তুলেদেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন:সৌরাষ্ট্রের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ অনুষ্টুপের
