Saturday, August 23, 2025

ব্রিগেডে মোদির সভায় ১০ লাখ জমায়েত করাতে ব্লু প্রিন্ট তৈরি করছে বিজেপি!

Date:

আগামী ৭ মার্চ ব্রিগেডে (Brigade Rally) জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। সেদিন ব্রিগেডে অন্তত ১০ লাখ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে বিজেপি শিবির। সেই সভার চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে মঙ্গলবার একটি বিশেষ বৈঠকে বসে বিজেপির (BJP core committte) বর্ধিত কোর কমিটি গ্রুপ। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সভার আগের ও পরের সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে।  দলীয় সূত্রে জানা গিয়েছে,  প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে আগামী ৭ তারিখ গোটা কলকাতাকে (Kolkata will covered by giant screen) জায়েন্ট স্ক্রিনে মুড়ে ফেলা হবে। আর এই বিরাট সংখ্যক জনসমাগম হলে কলকাতা একদিনের জন্য অবরুদ্ধ হয়ে পড়তে পারে বলেও মনে করছে বিজেপি।

 

কিন্তু লোক আনা হবে কীভাবে?  জানা যাচ্ছে,  ব্রিগেডে রের্কড মানুষের জমায়েত করতে বিজেপি নেতা-কর্মীদের বাংলার বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বাড়ি গিয়ে যোগদান করারও আবেদন জানানো হবে। মুরলীধর সেন লেনের নির্দেশ, ৭ মার্চ এমনভাবে সভা করতে হবে যাতে এখন থেকেই পরিবর্তনের ইঙ্গিত পায় রাজ্যবাসী। কলকাতায় অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন বিজেপির সাংগঠনিক সম্পাদক শিবপ্রকাশ। এ ছাড়াও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অরবিন্দ মেনন, অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক নেতা হাজির ছিলেন ওই বৈঠকে। সারা বাংলা অর্থাৎ,  উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব  স্তর থেকে যাতে কর্মীদের এই জমায়েতে শামিল করা যায় কার্যত সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে আজকের বৈঠকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version