Wednesday, November 5, 2025

জুটমিল কর্মী দেবনাথ যাদবের বাড়ি গিয়ে পাত পেড়ে ভাত খেলেন নাড্ডা

Date:

একুশের নির্বাচনে নবান্ন দখলের লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার ফের একবার রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। এদিন দুপুরে নৈহাটিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের(Bankim Chandra chattopadhyay) বাড়ি পরিদর্শন ও তাঁর মূর্তিতে মাল্যদান করার পর একেবারে সিডিউল মেনে মধ্যাহ্নভোজের রাজনীতিতে নেমে পড়লেন নাড্ডা। খাঁটি বাঙালি মেনুতে জুটমিল কর্মী দেবনাথ যাদবের বাড়ি গিয়ে পাত পেড়ে ভাত খেলেন তিনি। জেপি নাড্ডার সঙ্গে এদিন আসন পেতে ভাত খেতে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(JP nadda), কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) ও সাংসদ অর্জুন সিংয়ের(Arjun Singh) মতো নেতৃত্বদের।

আরও পড়ুন:আসল বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে জঙ্গলমহল সফর শুরু কুণালের, লালমাটির দেশে মানুষের ঢল

বঙ্গ রাজনীতির ময়দানে একাধিক ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি শিবির। তার মধ্যে অন্যতম রাজ্যের বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলি। ফলস্বরূপ বন্ধ জুটমিলকে হাতিয়ার করে ‘আমি তোমাদেরই লোক’ এই বার্তা দিতেই জুটমিল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন নাড্ডা। নিরামিষাশী জেপি নাড্ডাকে এদিন যাদব পরিবার অভ্যর্থনা জানালো একেবারে খাঁটি বাঙালি খাবারের সঙ্গে। মেনুতে ছিল ভাত, ডাল, দুই রকম সবজি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। বেশ তৃপ্তি করেই সঙ্গী-সাথীদের সঙ্গে নিয়ে যাদব বাড়িতে মধ্যাহ্নভোজ করেন নাড্ডা। খেতে বসে পরিবারের সদস্যদের সঙ্গে খোশমেজাজে গল্প করতো দেখা যায় তাঁকে। খাওয়া-দাওয়া সেরে এরপর পরবর্তী কর্মসূচির জন্য বেরিয়ে পড়েন নাড্ডা সহ বিজেপি নেতৃত্বরা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version