বাংলায় আট দফায় নির্বাচনকে কটাক্ষ চিরঞ্জিতের 

বাংলায় আট দফায় ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন । আর এই সিদ্ধান্ত কে অভিনেতা তথা বারাসাতের বিধায়ক চিরঞ্জিত স্বকীয় ভঙ্গীতে সমালোচনা করলেন।
রাজ্যে আট দফায় নির্বাচন ঘোষণা কে রাজ্যে অশান্তি প্রমাণ করার কেন্দ্রীয় ব্লুপ্রিন্ট বলে মনে করছেন চিরঞ্জিত ।
তার বক্তব্য, আট দফায় ভোট না করালে রাজ্যে অশান্তি আছে প্রমাণিত হবে কি করে? রাজ্য যে অশান্ত, সেটা যে কোনও উপায়ে প্রমাণ করতে চাইছে বিজেপি । বারাসাতে এসে একই সঙ্গে চিরঞ্জিত জানিয়েছেন, টিকিট পেলেই তিনি নির্বাচনী প্রচারে আসবেন । চিরঞ্জিত কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বিদ্ধ করেন ।
তিনি বলেন , খেলা হবেই এবং ওদের ব্যাট বল দেওয়া হোক, প্র্যাকটিস করুক । কে জিতবে সেটা সময়ই বলবে।

Previous articleনন্দীগ্রামে বাম-কং জোটের প্রার্থী তাঁর পরিবারের কেউ, ঘোষণা আব্বাস সিদ্দিকি’র
Next articleবাংলায় বুথের সংখ্যা বাড়ল ২৪৫০৩, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি