Thursday, May 15, 2025

সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে, ঘটনাস্থলে দমকলের ২৮টি ইঞ্জিন

Date:

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে।  শনিবার ভোররাতে প্রতাপ নগর এলাকার একটি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ভয়াবহ এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন এক দমকল কর্মীও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শেষ পাওয়া খবরে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ঘটনার কথা জানতে পেরেই সেখানে পৌঁছেছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতাপ নগরের ওই কারখানায় নানান প্রসাধনীর জিনিস, খেলনা এবং ব্যাগ তৈরি করা হত। শনিবার ভোর পৌনে চারটে নাগাদ আচমকাই সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনাটি ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই সময় প্রায় ৪০ জন কর্মী কারখানার ভিতরে ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হন। কিন্তু ঠিক কতজন কারখানায় আটকে রয়েছেন তার এখনও খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত একজনকে উদ্ধার করা হয়েছে। এদিকে, আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের ১৬টি ইঞ্জিন এলেও পরে আরও ১২টি ইঞ্জিন আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। পাশাপাশি চলতে থাকে উদ্ধারকার্যও। তখনই উদ্ধার হয় মৃতদেহটি। বর্তমানে সেখানে আরও কেউ আটকে রয়েছেন কি না, জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

 

Related articles

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর...
Exit mobile version