Thursday, August 21, 2025

মোবাইল গেমপ্রেমীদের জন্য সুখবর! নয়া রূপে ফের ভারতে পাবজি

Date:

ভারত-চিন সম্পর্কের মধ্যে চিড় ধড়ার জেরে ব্যান করা হয় জনপ্রিয় গেম পাবজি। ছোট থেকে বড় সকলের আকর্ষণ কেড়ে নিয়েছিল এই গেমটি। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে টিকটকের মতো ব্যান করা হয়েছিল পাবজি। সঙ্গে ব্যান করা হয়েছিল আরও বেশ কিছু প্ল্যাটফর্ম। তবে গেমপ্রেমীদের জন্য ফের নয়া রূপে চালু করার প্রস্তুতি নিয়েছে পাবজি। ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে গেমের ট্রেলর। যা মন কেড়েছে গেম প্রেমীদের। আশা করা হচ্ছে আগের তুলনায় এই গেম আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

জানা গিয়েছে নতুন এই গেমের অ্যাপ android ও ios- এই দুই ধরণের ফোনেই মিলবে। ইতিমধ্যে প্রি-রেজিস্ট্রেশনের সুবিধাও শুরু হয়ে গিয়েছে। পাবজি গেম প্রস্তুতকারক সংস্থার তরফে একটি ট্রেলার সকলের সামনে নিয়ে আসা হয়েছে। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তার ফলেই মনে করা হচ্ছে সুবিধা হবে গ্রাহকদের। প্রকাশিত হওয়া ট্রেলারে দেখা গিয়েছে আরও আকর্ষণীয় গ্রাফিক্সের সঙ্গে সঙ্গে উন্নত লেভেলের গেমের সুবিধা। অর্থাৎ ফের গ্রাহকদের আকর্ষণের জন্য তাদের তরফে নিয়ে আসা হয়েছে একাধিক সুবিধাযুক্ত ফিচার।

তবে ঠিক কবে নাগাদ এই গেম লঞ্চ করা হবে তা এখনও সঠিকভাবে জানানো হয়নি। অনুমান করা হচ্ছে চলতি বছরের মাঝেই গ্রাহকদের জন্য এই গেম নিয়ে আসা হবে।  তার আগেই গেমের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। ট্রেলার লঞ্চের পাশপাশি এই গেম খেলার টেকনিক নিয়েও ভিডিও লঞ্চ করা হয়েছে। আর তা নিয়েই রীতিমত আকর্ষণ শুরু হয়ে গিয়েছে। এর আগেও একাধিকবার পাবজির তরফে ফেরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। তবে এবারে মনে করা হচ্ছে নতুন ভাবে ফেরার জন্য তাদের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ফলে সুবিধা হবে গ্রাহকদেরই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version