Saturday, November 15, 2025

ফের বিজ্ঞপ্তি বাতিল, নিয়োগ প্রক্রিয়া স্থগিত হলেও বেতন বন্ধ হবে না প্রাথমিক শিক্ষকদের

Date:

অবশেষেে স্বস্তি। সদ্য চাকরিতে যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধ হচ্ছে না। নতুন নির্দেশিকা জারি করে কাউন্সিল জানিয়ে দিল যে বেতন বন্ধ হচ্ছে না। প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায়  নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশের পর ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফে জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টরদের নতুন নির্দেশিকা পাঠিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ২০১৪ টেটের নিয়োগের ক্ষেত্রে বেতনের বিল পাঠানো স্থগিত রাখতে হবে।  কিন্তু শেষ পর্যন্ত  সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া  হল। প্রত্যাহারের নির্দেশিকা পৌঁছে গিয়েছে জেলাগুলিতে।

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরি পেয়ে স্বস্তি পেয়েছিলেন হাজার হাজার প্রার্থী। কিন্তু নিয়োগ তালিকায় অস্বচ্ছতার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই প্রক্ষিতে কলকাতা হাই কোর্ট (Calcutta HC) নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তে সঙ্কটে পড়ে গিয়েছিল ১৫ হাজারেরও বেশি প্রার্থীর ভবিষ্যৎ। অনেকেই যোগ দিয়েছিলেন বিভিন্ন স্কুলে। তাঁরা কোনও নির্দেশ না পেয়ে বুধবার পর্যন্তও স্কুলে গিয়েছিলেন। স্কুলগুলির কাছে যোগদান ও বেতন সংক্রান্ত স্থগিতাদেশের পরও কোনও সরকারি নির্দেশ ছিল না। বৃহস্পতিবার এই নির্দেশিকা চলে আসার পর বিষয়টি স্পষ্ট হল সকলের কাছে । উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাউন্সিলের তরফে আগের দিনের বিজ্ঞপ্তিটি যে কার্যকর করা হচ্ছে না, তা জানানো হয়েছে। এই একই নির্দেশিকা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। ফলে খানিক স্বস্তিতে যোগদানকারী শিক্ষকরা। আপাতত তাঁদের বেতন বন্ধ হচ্ছে না।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version