Sunday, November 9, 2025

দায়িত্ব পেয়েই রবিবার রাজ্যে আসছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

Date:

২০১৯ এর লোকসভা নির্বাচনে(parliament election) বাংলার পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছিলেন আইপিএস অফিসার বিবেক দুবে(Vivek Dubey)। ২০২১ এর বিধানসভা নির্বাচন সামাল দেওয়ার দায়িত্ব তার উপরেই দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্ব হাতে পাওয়ার পর দেরি না করে রবিবার দুপুরে বঙ্গ নির্বাচন সামলাতে রাজ্যে আসছেন এই পুলিশ পর্যবেক্ষক(police observer)। কমিশনের নির্দেশ মত যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝে নিতে চান তিনি। কমিশন সূত্রে খবর, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সমন্বয়ের ভারও নেবেন তিনি।

শুক্রবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন(election commission)। সেখানে রাজ্যের ২৯৪ বিধানসভা আসনে ৮ দফায় ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন-প্রক্রিয়া সামলাতে এবার পুলিশ পর্যবেক্ষক সহ মোট চারজনকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সে তালিকায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বিবেক দুবে। রবিবার শহরে পা রাখার পর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বুঝে নেবেন নিজের দায়িত্ব।

আরও পড়ুন:শনিবারের বারবেলাতে আগুন কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বঙ্গের পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে ছিলেন এই বিবেক দুবে। ফলে রাজ্যের হালহকিকত সম্পর্কে খানিকটা হলেও অবগত তিনি। তবে লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের মধ্যে খানিকটা তফাৎ রয়েছে, রয়েছে আলাদা নিয়মকানুনও। তাই সেই পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই মাঠে নামলেন এই পুলিশ আধিকারিক। হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে চলতি বছরে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। সেই বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে? এবং রাজ্য পুলিশ কিভাবে কাজ করবে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই সমন্বয়ের কাজ করতে পারেন বিবেক দুবে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version