Saturday, May 3, 2025

ভোটের (Assembly Election) ঠিক আগেই টলি তারকাদের (Tollywood Star) রাজনীতিতে যোগদানের হিড়িক। বেশিরভাগেরই গন্তব্য ঘাসফুল (TMC) কিংবা পদ্ম শিবিরে (BJP)। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ”বিকল্প আছে” ডাক দিয়ে সাংস্কৃতিক মঞ্চ গড়ার বার্তা দিয়েছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বাদশা মৈত্র-সহ টলিপাড়ার একঝাঁক বামপন্থী ব্যক্তিত্ব। আজ, রবিবাসরীয় ব্রিগেডেও তাঁদের উজ্জ্বল উপস্থিতি দেখা গেল।

বামেদের উদ্যোগে মহাজোটের ব্রিগেডে ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্র, দেবজ্যোতি মিশ্র-সহ আরও অনেকে। শুরুতেই বক্তব্য রাখেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি বলেন, ”দেশ ও রাজ্যে একমাত্র বামেরাই বিকল্প গড়ে তুলতে পারে। তাই বামেদের মহাজোটের পক্ষে থাকুন।”

সব্যসাচী চক্রবর্তীর বলেন, ”আজ আমরা যে কারণে ব্রিগেডে জমায়েত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন। যে সরকার আমাদের রাজ্য চালাচ্ছে বা যারা ঢোকার চেষ্টা করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের বাম গণতান্ত্রিক জোটকে সমর্থন করতে হবে। যদি সুস্থ পশ্চিমবঙ্গ চান, তাহলে এছাড়া আর গতি নেই। এটাই জোর গলায় আমরা সবাই বলব। আপনারা আশাকরি সমর্থন করবেন। যাতে আগামীদিন সুদিন হয়, তার জন্য আমাদের এই লড়াই। আজকের এই জমায়েত সেই উদ্দেশ্যেই।”

আরও পড়ুন:বিজেপি-তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েও মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে দুষলেন আব্বাস সিদ্দিকি

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ”এই যে এত লোক জমায়েত করেছেন এই ভোটগুলি যেন ব্যালট পেপারে ফুটে ওঠে। ব্যালট পেপারে যেন ভোট ঠিক জায়গায় পড়ে। ইনকিলাব জিন্দাবাদ, বিকল্প একটাই।”

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version