Saturday, May 3, 2025

রবিবার সকাল ১০টা ২৪মিনিটে চলতি বছরের প্রথম রকেট উৎক্ষেপণ করল ইসরো (ISRO)। পিএসএলভি সি-৫১ রকেটের টপ প্যানেলে খোদাই করা থাকল প্রধানমন্ত্রীর ছবি। এসডি কার্ডে বন্দি হয়ে মহাকাশে পৌঁছল ভাগবত গীতাও। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল পিএসএলভি-সি৫১ (PSLV-C51)।

ব্রাজিলের অ্যামাজ়োনিয়া-১ (Amazonia-1) নামক একটি স্যাটেলাইট ও চেন্নাইয়ের স্পেস কিডস ইন্ডিয়া (Space Kidz India)-র তৈরি ১৮টি স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়ান শুরু করল পিএসএলভি-সি৫১।  সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের শ্রীহরিকোটা রেঞ্জ (Sriharikota) থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই অ্যামজোনিয়া-১ মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

উৎক্ষেপণের পরই ইসরো প্রধান কে শিবান বলেন, “এই প্রথম ব্রাজিলের ডিজ়াইন করা প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরে ভারত ও ইসরো অত্যন্ত গর্বিত বোধ করছে। স্যাটেলাইটটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। আমি ব্রাজিলিয়ান দলকেও অভিনন্দন জানাই।”

মহাকাশযানের টপ প্যানেলে খোদাই করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র ছবির সপক্ষে স্কাই(SKI)-র তরফে বলা হয়, “প্রধানমন্ত্রীর আত্মনির্ভর হওয়া ও মহাকাশ বেসরকারীকরণের উদ্যোগের সঙ্গে একাত্ব ও কৃতজ্ঞতা স্বীকার করেই প্রধানমন্ত্রীর ছবি খোদাই করা হয়েছে।” মহাকাশযানের নীচের প্যানেলে ইসরোর চেয়ারপার্সন ডঃ কে শিবান ও সেক্রেটারি ডঃ আর উমামহেশ্বরণের নাম খোদাই করে লেখা হয়েছে।

Related articles

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...
Exit mobile version