Saturday, November 15, 2025

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বল এখন বাংলার রাজনৈতিক দলগুলির কোর্টে।  প্রার্থী বাছাই, নির্বাচনী প্রচার থেকে ইস্তাহার প্রকাশ, ভোট নেওয়ার আগে একধাপ এগিয়ে থাকতে চাইছে সব দল।
এরই মাঝে আইএসত্রফের নেতা আব্বাস সিদ্দিকীর বক্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি । সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ব্রিগেডের সভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকী যে বক্তব্য রেখেছেন তাতে একটা জিনিস স্পষ্ট, কী ধরনের রাজনীতি তারা করছে।
বামেদের সমালোচনা করে তিনি বলেন, আইএসেফের কাছে বামেরা নিজেদের আত্মসমর্পণ করেছে ।
এমনকি কংগ্রেসকে প্রকাশ্যে যেভাবে হুমকি দিল আব্বাস সিদ্দিকী তা বেনোজির। তার বক্তব্যে সোনিয়া গান্ধীর নাম উল্লেখ করে স্পষ্ট জানিয়ে দিল, হয় আমার দেখানো পথে রাজনীতি করো না হলে কংগ্রেস জাহান্নামে যাক। আসলে বকলমে বাম কংগ্রেসের এই জোটের নিয়ন্ত্রণ আব্বাস সিদ্দিকীর হাতে । মুখোশটা খুলে গেলেই সেটা স্পষ্ট হয়ে যাবে । বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, যেভাবে আইডি, সিবিআই কে কেন্দ্র লেলিয়ে দিচ্ছে বলা তা ঠিক নয় । তারা তাদের কাজ করছে। কিন্তু রাজ্যে যেভাবে হিংসা ছড়াচ্ছে তার দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
বাংলার বিধানসভা ভোট যেহতু বিজেপির(BJP) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাই তাদের নির্বাচনী ইশতেহারেও চমক থাকবে বলে মনে করা হচ্ছে
। গেরুয়া শিবির এখনও তা প্রকাশ না করলেও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে একটি খসড়া ইস্তাহার। ওই খসড়া ইশতেহারেও বেশ কিছু ক্ষেত্রে তৃণমূলের কিছু সিদ্ধান্তের প্রতিফলন থাকছে বলে এদিন ইঙ্গিত মিলেছে।

Related articles

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...
Exit mobile version