Saturday, May 17, 2025

আজ থেকে ষাটোর্ধ্বদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল। সারা দেশের পাশাপাশি  এ রাজ্যেও শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন দেওয়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু ৬০ বা তার বেশি বয়স্করাই নয়, সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন। প্রথমে স্বাস্থ্যকর্মী। তারপর পুলিশকর্মী। এবার প্রবীণ-প্রবীণাদের। সেই অর্থে এদিন তৃতীয় দফার ভ্যাকসিনেশন শুরু হল। তবে এক্ষেত্রে কিছু শর্তাবলী আছে। কোমর্বিডিটির প্রমাণ হিসেবে  দিতে হবে চিকিত্‍সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। সেইসব শর্ত পূরণের পরেই দেওয়া হবে ভ্যাকসিন।

 

কীভাবে নিতে পারবেন ভ্যাকসিন? দেখে নেওয়া যাক এক নজরে :

১. নাম নথিভুক্ত করতে হবে কো-উইন অ্যাপে।

২ সোমবার বেলা ১২ টা থেকে কো-উইন অ্যাপ খুলে যাবে এ রাজ্যে।

৩ তারপর আধার কার্ড ও অন্যান্য বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

৪. বেছে নেওয়া যাবে বাড়ির কাছাকাছি পছন্দমতো  ভ্যাক্সিন ও ভ্যাকসিনেশন সেন্টার।

৫. যাঁরা দুপুর ৩টের মধ্যে নাম নথিভুক্ত করবেন, তাঁদেরকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে পরের দিন।

৬. সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়া যাবে নাম নথিভুক্ত করার দিনই।

৭. যে নথি ব্যবহার করে নাম নথিভুক্ত করা হবে, সেই সমস্ত নথি নিয়ে যেতে হবে হাসপাতালে।

৮. হাসপাতালে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়া যাবে।

৯. সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।

 

 

Related articles

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...
Exit mobile version