Thursday, December 4, 2025

বিগত কয়েক সপ্তাহ ধরেই কোভিডের নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ বেড়েছে তার মধ্যে করোনার তৃতীয় ঢেউ আরও অনেক বেশি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করেছেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধিকর্তা শেখর সি মান্ডে। তাঁর কথায়, ভারত কোভিডের হার্ড ইমিউনিটির কাছের ধাপে পৌঁছেছে। এখনই করোনাভাইরাস বিদায় নেওয়ার আশা করা ভুল হবে। তিনি বলেন, করোনার তৃতীয় ধাপের সংক্রমণ মানুষের সবরকম সতর্কতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে।

আরও পড়ুন-সোনিয়া গান্ধী রাজি আছেন, রাজ্যের কেউ ঢিলে করছে’, এবার অন্য চাল আব্বাসের

মহারাষ্ট্র -কেরল সহ দেশের বেশ কিছু রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। সংক্রমণে লাগাম টানতে ফের কড়া হয়েছে মহারাষ্ট্র সরকার। ইতিমধ্যেই সেরাজ্যের বেশ কয়েকটি এলাকায় লকডাউন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সরকারিস্তর থেকে নিয়মিত সতর্কবার্তা দিয়ে প্রচার করা হচ্ছে। কেরলেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। একইভাবে সেখানেও বিধি-নিষেধ কঠোর করা হচ্ছে।

এবার কোভিড নিয়ে আশঙ্কার কথা শোনালেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধিকর্তা শেখর সি মান্ডে। তিনি জানান, করোনার তৃতীয় ধাপের সংক্রমণ আরও বেশি বিপজজ্জনক হতে পারে। আমাদের সবরকম সতর্কতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে সংক্রমণের ঢেউ। এক্ষেত্রে দেশে আবহাওয়ার পরিবর্তন হওয়াটাও অন্যতম কারণ বলে মনে করেন তিনি। মান্ডে আরও বলেন, “দেশ এখন করোনার হার্ড ইমিউনিটির কাছে পৌঁছেছে। এই পর্যায়ে আরও বেশি সতর্ক থাকা উচিত। বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা অবশ্যই জরুরি। সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। যা গোটা দেশকে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারে।”

Related articles

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version