Friday, May 16, 2025

বিগত কয়েক সপ্তাহ ধরেই কোভিডের নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ বেড়েছে তার মধ্যে করোনার তৃতীয় ঢেউ আরও অনেক বেশি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করেছেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধিকর্তা শেখর সি মান্ডে। তাঁর কথায়, ভারত কোভিডের হার্ড ইমিউনিটির কাছের ধাপে পৌঁছেছে। এখনই করোনাভাইরাস বিদায় নেওয়ার আশা করা ভুল হবে। তিনি বলেন, করোনার তৃতীয় ধাপের সংক্রমণ মানুষের সবরকম সতর্কতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে।

আরও পড়ুন-সোনিয়া গান্ধী রাজি আছেন, রাজ্যের কেউ ঢিলে করছে’, এবার অন্য চাল আব্বাসের

মহারাষ্ট্র -কেরল সহ দেশের বেশ কিছু রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। সংক্রমণে লাগাম টানতে ফের কড়া হয়েছে মহারাষ্ট্র সরকার। ইতিমধ্যেই সেরাজ্যের বেশ কয়েকটি এলাকায় লকডাউন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সরকারিস্তর থেকে নিয়মিত সতর্কবার্তা দিয়ে প্রচার করা হচ্ছে। কেরলেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। একইভাবে সেখানেও বিধি-নিষেধ কঠোর করা হচ্ছে।

এবার কোভিড নিয়ে আশঙ্কার কথা শোনালেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধিকর্তা শেখর সি মান্ডে। তিনি জানান, করোনার তৃতীয় ধাপের সংক্রমণ আরও বেশি বিপজজ্জনক হতে পারে। আমাদের সবরকম সতর্কতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে সংক্রমণের ঢেউ। এক্ষেত্রে দেশে আবহাওয়ার পরিবর্তন হওয়াটাও অন্যতম কারণ বলে মনে করেন তিনি। মান্ডে আরও বলেন, “দেশ এখন করোনার হার্ড ইমিউনিটির কাছে পৌঁছেছে। এই পর্যায়ে আরও বেশি সতর্ক থাকা উচিত। বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা অবশ্যই জরুরি। সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। যা গোটা দেশকে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারে।”

Related articles

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...
Exit mobile version