Wednesday, November 5, 2025

বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের

Date:

বাংলা সহ ভোটমুখী পাঁচ রাজ্যে বিজেপিকে (bjp) হারানোর ডাক দিয়ে এবার ময়দানে নামবেন দিল্লি সীমান্তের আন্দোলনকারী কৃষকরাও (farmers leaders)। নির্দিষ্ট কোনও দলের হয়ে প্রচার নয়, কৃষকদের আবেদন হল, জনবিরোধী ও কৃষকবিরোধী বিজেপিকে হারাতে হবে। আগামী ১২ মার্চ কলকাতায় এক সমাবেশ করে এই কর্মসূচির সূচনা হবে। এরপর একইরকম সভা হবে কেরালা, তামিলনাড়ু সহ বাকি রাজ্যেও। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালানো কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্ঘুতে কৃষক সংগঠনগুলির এক বৈঠকের পর নেতৃত্বের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জনবিরোধী বিজেপি সরকারের মুখোশ খুলে দিতে এবং কৃষি আইনের বিপদ বোঝাতে এবার ভোটমুখী বাংলা, কেরালায় প্রচার চালানো হবে। সংগঠনের পক্ষে যোগেন্দ্র যাদব বলেন, কলকাতা থেকেই এই প্রচার শুরু করা হবে। আমরা ভোটমুখী রাজ্যগুলিতে (poll bound states) গিয়ে মানুষকে বোঝাতে চাই, কৃষক স্বার্থবিরোধী ও কর্পোরেটদের বন্ধু বিজেপিকে বিধানসভা ভোটে উচিত শিক্ষা দিতে হবে। বিজেপির জনবিরোধী নীতির শুধু বিরোধিতা করলেই হবে না, দেখতে হবে এরা যেন ক্ষমতায় না আসে। আন্দোলনকারী কৃষকদের উপর কেন্দ্রের নির্দেশে কী ধরনের অত্যাচার হচ্ছে তা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরব। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারীদের পক্ষে কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, আমরা কোনও নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার কথা বলব না। আমাদের লক্ষ্য, বিজেপি ও তার সহযোগীরা যেন কোনও অবস্থাতেই ক্ষমতায় না আসে। তাই আমরা মানুষকে বলব, যে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে যে দল সবচেয়ে শক্তিশালী, যে দলের প্রার্থী বিজেপিকে হারাতে পারবেন, শুধু সেই দল বা সেই প্রার্থীকে ভোট দিয়ে বিজেপির হার নিশ্চিত করুন।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনে ফের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন ট্রাম্প

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version