Friday, July 18, 2025

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পুরনো শত্রুতা থেকেই মন্ত্রীকে হত্যার চেষ্টা

Date:

মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের সিআইডি-র হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কয়েকদিন আগেই সইদুল শেখকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারী আধিকারিকদের দাবি, জেরার সময় ধৃত সইদুল জানিয়েছে পুরনো শত্রুতার জেরেই মন্ত্রী জাকির হোসেনকে হত্যার চেষ্টা করেছিল।

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমেছেন সিআিইডি আধিকারিকরা। ২৬ ফেব্রুয়ারি এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছিল সিআইডি। গত শুক্রবার আবু সামাদ ও সইদুল শেখ নামে আরও ২ জনকে গ্রেফতার করে। সুতির বাসিন্দা সইদুলকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি সিআইডির। সিআইডি সূত্রে খবর, ধৃত সইদুল প্রথম থেকেই বোমা তৈরিতে পারদর্শী। দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। মন্ত্রী জাকির হোসেন একাধিকবার তার বিরুদ্ধে মামলা করেছে। সেই কারণে সইদুল সুতির বাসিন্দা হওয়া সত্ত্বেও অধিকাংশ সময়ই ভিন রাজ্যে কাটাত। সেই কারণেই মন্ত্রীর ওপর রাগ ক্ষোভ জমতে জমতে তৈরি হয়েছিল আক্রোশ। এরপরই হোসেনকে খুনের ছক কষে সে। তৈরি করে বোমা। নির্দিষ্ট সময়ে তা ব্যাগে ভরে পৌঁছে দেয় নিমতিতা স্টেশনে।

আরও পড়ুন-এবারের বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত এসইউসিআই-এর, ১৯৩টি আসনে প্রার্থী

মন্ত্রীকে হত্যার জন্য বোমা তৈরি থেকে শুরু করে ব্যাগ স্টেশনে পৌঁছে দেওয়া পর্যন্ত কে বা কারা সাহায্য করেছিল সইদুলকে? এই প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন। সেখানে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী-সহ কমপক্ষে ২৩ জন।

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version