Saturday, August 23, 2025

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে কমিশনে বাম-কংগ্ৰেস-আইএসএফ

Date:

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। তবে সেই নিয়ম মানছে না রাজ্যের শাসক দল তৃণমূল(TMC) ও বিজেপি(BJP)। সম্প্রতি এমনই অভিযোগ তুলে একযোগে নির্বাচন কমিশনের(election commission) কাছে অভিযোগ জানিয়ে এলো বাম(left), কংগ্রেস(Congress) এবং আইএসএফ(ISF)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে নিজেদের অভিযোগ জানানোর পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিন দলের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাম নেতা রবীন দেব জানান, নির্বাচন ঘোষণার পর থেকে লাগাতার আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে চলেছে বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলেন তিনি। বলেন যে বাম ও আইএসএফ সমর্থকরা ব্রিগেডে এসেছিলেন তাদের বেছে বেছে চিহ্নিত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধর করা হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করারও অভিযোগ তোলা হয় জোটের পক্ষ থেকে। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন আইএসএফের প্রতিনিধি আব্দুল মালেফ জানান, ‘বেছে বেছে আমাদের দলীয় কর্মীকে চিহ্নিত করা হচ্ছে যারা ব্রিগেড সমাবেশে গিয়েছিলে। ব্রিগেড সমাবেশের ফুটেজ জোগাড় করে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবং সেই সমস্ত ব্যক্তিদের বাড়ির পাশে গুলি বোমা বন্দুক রেখে পুলিশকে ফোন করে গ্রেফতার করানো হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রের বিরোধিতা করেই আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি আমরা’।

আরও পড়ুন:বড় ধাক্কা শেয়ারবাজারে, ৫৯৮ পয়েন্ট নামল সেনসেক্স

উল্লেখ্য, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ ও হিংসার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে বামেদের তরফে উপস্থিত ছিলেন প্রবীর দেব(সিপিআই), প্রদ্যুৎ নাথ(ফরওয়ার্ড ব্লক), সুখেন্দু পানিগ্রাহী ও রবিন দেব (সিপিআইএম)। পাশাপাশি কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবং আইএসএফের তরফে আব্দুল মালেফ ও তাপস চক্রবর্তী।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version