করোনার টিকা নিলেন জয় গোস্বামী

0
1

অতিমারিকে ঠেকাতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকাকরণ। এ রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন কবি জয় গোস্বামী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী। টিকা নেওয়ার পর কবি বলেন, ‘এই যে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছি, এতে স্বস্তি বোধ করছি।’

সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলছে টিকা। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম সর্বোচ্চ ২৫০টাকায় বেঁধে দিয়েছে সরকার। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে শুধু জয় গোস্বামীই নন, রাজ্য সহ গোটা দেশজুড়ে বহু তারকা ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বকেই করোনার ভ্যাকসিন নিতে দেখা যায়। পাশাপাশি সরকারের তরফ থেকে ভোটকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য করোনার টিকা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।