চলে গেলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী রথীন্দ্র নারায়ণ বসু

প্রয়াত হলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী রথীন্দ্র নারায়ণ বসু । আজ ভোর ৫টা ৪০মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন বার্দ্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিখ্যাত এই কৃষিবিদ।

১৯৬২ সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন ডঃ রথীন্দ্র নারায়ণ বসু। শিক্ষকতার পাশাপাশি  সেখান থেকে কৃষিবিষয়ক একাধিক গবেষণা ও জ্ঞান অর্জনের পর কৃষি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও নিযুক্ত করা হয় তাঁকে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। অবসর গ্রহণের পরও তাঁর শিক্ষার্থীদের সহযোগীতায় আন্তর্জাতিক জার্নালে দুটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন ডঃ বসু। কৃষিক্ষেত্রে ‘বীজ’-ই ছিল তাঁর গবেষণার মূল বিষয়। গবেষণামূলক এই প্রবন্ধে শতাধিকেরও বেশি শস্যের ‘বীজ’ সম্পর্কিত ক্ষেত্রটি তুলে ধরা রয়েছে। ১৯৭৮ সাল থেকে অক্লান্ত গবেষণা চালিয়ে এই গবেষণা পত্রটি প্রকাশ করেন তিনি। কৃষিক্ষেত্রে হাইড্রেশন- হাইড্রাইডেশন প্রক্রিয়ায় শুকনো বীজ সংরক্ষণের বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়। কৃষিক্ষেত্রে শস্যের বীজ সংক্রান্ত বিষয়টি কীভাবে আরও উন্নত উপায়ে ব্যবহার করা যায় ও সেই বিষয়ে প্রগতিশীল ভাবনা নিয়ে দীর্ঘদিন গবেষণা চালান বিখ্যাত এই কৃষিবিদ। প্রফেসর বসু গাণিতিক-পরিসংখ্যানগত পদ্ধতির মাধ্যমে বীজের শক্তির পরিমাণ নির্ধারণের প্রস্তাবও পেশ করেন।

Advt

Previous articleবার্ধক্যের দাগ মুছে তারুণ্যে জোর বামেদের, প্রার্থী তালিকায় ভরসা দুঁদে নেতাদের ওপরও
Next articleনন্দীগ্রামে প্রার্থী মমতা, নেওয়া হচ্ছে ঘর ভাড়া