Wednesday, August 20, 2025

স্ত্রী-সন্তানদের পাশাপাশি পুত্রের উপার্জনের ভাগ পাবে বাবা মা, নির্দেশ আদালতের

Date:

কোন ব্যক্তির উপার্জনের উপর শুধু স্ত্রী ও সন্তানদের(wife and child) অধিকার নেই। একইসঙ্গে অধিকার রয়েছে ওই ব্যক্তির বাবা-মায়েরও। সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে দেশের আদালত(Court)।

সম্প্রতি নিজের স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। অভিযোগ ছিল তার স্বামী ৫০ হাজার টাকার বেশি আয়(income) করেন প্রতিমাসে অথচ মাত্র ১০,০০০ টাকা দেওয়া হয় তাঁকে ও তার সন্তানদের। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ তোলা হয়েছে পরে তথ্য-প্রমাণ অনুযায়ী দেখা যায় ওই ব্যক্তির মাসিক আয় ৩৭ হাজার টাকা। আদালতের কাছে বিক্রি দাবি করেন তাঁর পিতামাতার চিকিৎসার জন্য একটা বড়ো অংশের টাকা খরচ হয়ে যায়। এরপর আদালত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এবং ওই ব্যক্তির আয়কে ৬ ভাগে ভাগ করে। যেখানে দুই ভাগ পাবেন ওই ব্যক্তি নিজে এবং বাকি চার ভাগ পাবেন তার স্ত্রী, সন্তান, বাবা ও মা।

আরও পড়ুন:শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, ক্ষোভ ভুলে প্রচারে ঝাঁপানোর বার্তা সদর দফতর থেকে

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান এখন থেকে প্রতি মাসে ১০ তারিখে ওই ব্যক্তির কাছ থেকে পাবেন ১২৫০০ টাকা। একই টাকা পাবেন তার বাবা ও মা। বাকি টাকার অংশ নিজের কাছে রাখতে পারবেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে কেকের উদাহরণ তুলে ধরেন বিচারপতি। বলেন, ‘পরিবারের সদস্যদের আয়, রোজগার পারিবারিক কেকের মতো। এটি সমান ভাগে ভাগ করে খেতে হয়। একই ভাবে আয়ও ভাগ করে নিন’।

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version