তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী

ক্ষোভ ছিলই। টিকিট পাবেন না সেটাও আঁচ করতে পেরেছিলেন। তবু অপেক্ষায় ছিলেন প্রার্থী তালিকা নিয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণার। টিকিট না পেয়ে শেষ পর্যন্ত বিজেপিতে (BJP) যোগদান করলেন হাওড়ার শিবপুরের (Shibpur) বর্ষীয়ান তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জটু লাহিড়ী (Jatu Lahiri)। আজ, শনিবার সকালে বিধাননগরে মুকুল রায়ের (Mukul Roy) বাড়িতে তিনি পদ্ম শিবিরে যোগদান করেন। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মুকুল।

তবে শিবির বদল নিয়ে সংবাদ মাধ্যমকে প্রাথমিক প্রতিক্রিয়াতে জটু লাহিড়ী জানিয়েছেন, টিকিট না পাওয়ার কারণে নয়, তিনি বিজেপির হয়ে কাজ করতে চান। তাই এদিন মুকুল রায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি। যদিও এই আসনটি থেকে বিজেপি অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে, দল পরিবর্তন নিয়ে রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায় (Arup Roy) বলেন, “২০০১ থেকে যাকে দল টিকিট দিয়েছে সেই লোকটা আজ কিনা টিকিট না পেয়ে বিজেপিতে চলে গেলেন! এঁদের কোনও নীতি-আদর্শ নেই।”

আরও পড়ুন:প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

Advt