Friday, August 22, 2025

প্রার্থী না করায় চোখের জল ফেলে দিদিকে ছেড়ে বিজেপিতে সোনালী

Date:

রবিবার মোদির ব্রিগেডে ( Brigade meeting) অমিত শাহের (Amit sah) হাত থেকে পতাকা নিচ্ছেন সোনালী গুহ (Sonli Guha)। তার আগে সাফ জানিয়েছেন, প্রার্থী হতে না পারার কারণেই স্তম্ভিত। সেই ক্ষোভেই তৃণমূল ছাড়ছেন।

সোনালী গুহ শুধু যে চারবারের বিধায়ক তাই নয়, পরিবর্তনের পরেই রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) ছিলেন। এক সময়ে তাঁকে মমতার ছায়াসঙ্গীও বলা হতো। যদিও ২০১৬-র ভোটের পর তাঁর সঙ্গে নেত্রীর দূরত্ব বাড়তে থাকে। সোনালীও বেশ কয়েকবার বিতর্কে জড়ান।

সোনালী জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি (Subrata Bakshi) তাঁকে আভাস দিয়েছিলেন। পৈলানে মুখ্যমন্ত্রীর সভাতে গিয়েও বুঝতে পেরেছিলেন দল তাঁকে চাইছে না। শুক্রবার রাতেও ‘দিদি’র ফোন আসবে আশা করে ফোন খোলা রেখেছিলাম, যা কোনওদিন করি না। কিন্তু এলো না। শনিবার সকালে মুকুল রায়কে (Mukul Roy) ফোন করি। তাঁকে বলি, প্রার্থী হতে চাই না, কিন্তু দলীয় পদ চাই, সম্মান চাই আর অমিত শাহর হাত থেকে পতাকা নিতে চাই। আমাকে কথা দেওয়া হয়েছে।

এতদিনের দল ছাড়তে কষ্ট হচ্ছে না? চোখের জল ফেলে সোনালী বলেন, এখনও দিদির ফোন এলে কী করব জানি না। কিন্তু এবার মনস্থির করে নিয়েছি। আমাকে দল ভুলে যাচ্ছিল। কিন্তু আমি তো রাজনীতি করা মেয়ে। আমাকে আমার অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। সোনালী অবশ্য স্বীকার করে নেন, নন্দীগ্রামে (Nandigram) জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই যথেষ্ট। বাকিটা ভগবানের হাতে।

রাজনৈতিক মহলে প্রশ্ন, চারবারের বিধায়ক প্রার্থী হতে না পারলেই দল ছাড়বেন, এটা কেমন কথা? সোনালী, ৮২ বছরের জটু লাহিড়ী (Jotu Lahiri) বা শীতল সর্দারদের (Shital Sardar) পরিষদীয় ক্ষমতার ‘লোভ’ নিয়ে নানা মহলেই সমালোচনার ঝড়।

 

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...
Exit mobile version