Thursday, August 21, 2025

‘ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে সবকিছুর মাপকাঠি নয়’, সভার আগে মন্তব্য দিলীপের

Date:

‘সোনার বাংলা'(Sonar Bangla) গড়ার ডাক দিয়েছে বিজেপি(BJP)। আর সেই লক্ষ্যে রবিবার ব্রিগেড সমাবেশ(Brigade rally) করছে গেরুয়া বাহিনী। চমকের খামতি নেই রবিবারের ব্রিগেডে। প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদির পাশাপাশি থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় মুখের ভিড়। তবে ব্রিগেডের জনসভা জনতার ভিড় কেমন হবে? এ প্রসঙ্গে অবশ্য স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তার দাবি, ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়।

বাংলায় ব্রিগেড জনসভা বরাবরই রাজনৈতিক দলের কাছে ‘প্রেস্টিজ ইস্যু’। নিজেদের ক্ষমতা প্রদর্শনের উপযুক্ত জায়গা। বাংলা দখলের লড়াইয়ে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সেখানেই এবার জনসভা করতে চলেছে বিজেপি। তার আগে প্রতিদিনের মত রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ ব্রিগেড থেকেই সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে। পাশাপাশি ব্রিগেডের জনসভা জনসমাগম প্রসঙ্গে অতীতে বামেদের উদাহরণ তুলে আনেন দিলীপ। বলেন, ‘ব্রিগেড গুরুত্বপূর্ণ। তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়। ২০১১, ২০১৬-য় ব্রিগেড ভরিয়েও নির্বাচনে বামেরা হেরেছিল। ফলে ব্রিগেডকেই সবকিছু ধরে নেওয়ার কোনও মানে হয় না।’

আরও পড়ুন:অভিমান কেটেছে আরাবুলের, রেজাউলের হয়েই ঝাঁপিয়ে পড়তে চান ভাঙরের তৃণমূল নেতা?

উল্লেখ্য, দুপুর দুটো নাগাদ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। যদিও সকাল থেকেই একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে ব্রিগেডের মাঠে। সাগর থেকে লঞ্চে করে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। জেলায় জেলায় ট্রেনে বাসে ব্রিগেডমুখী জনতার ভিড় চোখে পড়েছে ভালোই। কেউ সেজেছেন হনুমান, কেউ গোপাল ভাঁড়, কারও হাতে আবার কথা বলা বাঁশি। সব মিলিয়ে রবিবারের ব্রিগেট নিয়ে উদ্দীপনা চরমে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version