Thursday, November 6, 2025

‘ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে সবকিছুর মাপকাঠি নয়’, সভার আগে মন্তব্য দিলীপের

Date:

‘সোনার বাংলা'(Sonar Bangla) গড়ার ডাক দিয়েছে বিজেপি(BJP)। আর সেই লক্ষ্যে রবিবার ব্রিগেড সমাবেশ(Brigade rally) করছে গেরুয়া বাহিনী। চমকের খামতি নেই রবিবারের ব্রিগেডে। প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদির পাশাপাশি থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় মুখের ভিড়। তবে ব্রিগেডের জনসভা জনতার ভিড় কেমন হবে? এ প্রসঙ্গে অবশ্য স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তার দাবি, ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়।

বাংলায় ব্রিগেড জনসভা বরাবরই রাজনৈতিক দলের কাছে ‘প্রেস্টিজ ইস্যু’। নিজেদের ক্ষমতা প্রদর্শনের উপযুক্ত জায়গা। বাংলা দখলের লড়াইয়ে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সেখানেই এবার জনসভা করতে চলেছে বিজেপি। তার আগে প্রতিদিনের মত রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ ব্রিগেড থেকেই সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে। পাশাপাশি ব্রিগেডের জনসভা জনসমাগম প্রসঙ্গে অতীতে বামেদের উদাহরণ তুলে আনেন দিলীপ। বলেন, ‘ব্রিগেড গুরুত্বপূর্ণ। তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়। ২০১১, ২০১৬-য় ব্রিগেড ভরিয়েও নির্বাচনে বামেরা হেরেছিল। ফলে ব্রিগেডকেই সবকিছু ধরে নেওয়ার কোনও মানে হয় না।’

আরও পড়ুন:অভিমান কেটেছে আরাবুলের, রেজাউলের হয়েই ঝাঁপিয়ে পড়তে চান ভাঙরের তৃণমূল নেতা?

উল্লেখ্য, দুপুর দুটো নাগাদ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। যদিও সকাল থেকেই একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে ব্রিগেডের মাঠে। সাগর থেকে লঞ্চে করে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। জেলায় জেলায় ট্রেনে বাসে ব্রিগেডমুখী জনতার ভিড় চোখে পড়েছে ভালোই। কেউ সেজেছেন হনুমান, কেউ গোপাল ভাঁড়, কারও হাতে আবার কথা বলা বাঁশি। সব মিলিয়ে রবিবারের ব্রিগেট নিয়ে উদ্দীপনা চরমে।

Related articles

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti...

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...
Exit mobile version