Thursday, August 21, 2025

কলকাতা হবে ‘সিটি অফ ফিউচার’: আসল পরিবর্তনের ডাক দিয়ে প্রতিশ্রুতি মোদির

Date:

বঙ্গ দখলের লড়াইয়ে রবিবার ছিল বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড অভিযানে(Brigade rally)। আর সেই মঞ্চে দাঁড়িয়েই রাজ্যে ‘আসল পরিবর্তন’-এর সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। একই সঙ্গে জানালেন, বাংলায় বিজেপি(BJP) সরকার গঠনের পর এতদিনে বাংলার থেকে যা যা কেড়ে নেওয়া হয়েছে সব ফিরিয়ে দেওয়া হবে। কলকাতাকে গড়ে তোলা হবে ‘সিটি অফ ফিউচার’ হিসেবে।

রবিবারের ব্রিগেডের জনসভা মোদির মুখে ঘুরেফিরে আসে একটি শব্দ। তা হল ‘আসল পরিবর্তন’। এই আসল পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আসল পরিবর্তনের মন্ত্র বাংলার সরকারের প্রেরণা হবে। আসল পরিবর্তন মানে, এমন এক বাংলা যেখানে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ পাবে মানুষ। ব্যবসায় বিনিয়োগ বাড়বে। আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষ, সকলকে সমান গুরুত্ব দেওয়া হবে। সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র হবে। উন্নয়ন সকলের হবে, তোষণ কারও হবে না। অনুপ্রবেশ রুখে দেওয়া হবে। আমরা ক্ষমতায় এলে আপনাদের জন্য বাঁচব। ২৪ ঘণ্টা কাজ করব। আপনাদের আশীর্বাদ নেব। নিজেদের কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করে নেব।’

আরও পড়ুন:বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা ও শিল্পের প্রতিশ্রুতি দিয়ে ব্রিগেড মাতালেন মোদি

এর পাশাপাশি আগামী ২৫ বছরে বাংলার জন্য রোডম্যাপ তৈরীর কথা বলেন মোদী। প্রতিশ্রুতি দেন বাংলার থেকে যা যা কেড়ে নেওয়া হয়েছে সব ফিরিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘যা যা বাংলার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা সব ফিরিয়ে দেওয়া হবে। আগামী ২৫ বছরের উন্নয়নে আধার হবে আগামী ৫ বছরের বিকাশ। দেশ যখন স্বাধীনতার ১০০ বছর পালন করবে, তখন যেন আবার দেশের সেরা রাজ্য হিসেবে উঠে আসে এই বাংলা।’

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কলকাতা তো সিটি অফ জয়। কলকাতার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে এই শহরে। কলকাতার সংস্কৃতিকে সুরক্ষিত রেখে একে ‘সিটি অফ ফিউচার’ না বানাতে পারার কোনও কারণ নেই।’

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...
Exit mobile version