Sunday, August 24, 2025

উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়া হল , অধীরকে কাঠগড়ায় তুলে কটাক্ষ সোমেন পুত্রর

Date:

ভাঙতে ভাঙতে কংগ্রেস এমনিতেই জীর্ণ পশ্চিমবঙ্গে। তার মধ্যেই কি আরও বড় অস্বস্তির মুখে পড়তে চলেছে বিধান ভবন? সোমেন পুত্র রোহনের তাঁর টুইটে প্রদেশ নেতৃত্বের প্রতি অনাস্থা স্পষ্ট। যা প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট।
রবিবার সকালে তিনি টুইট করেন। যেখানে রোহন স্পষ্ট লেখেন, উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়া হলো। এই জোট কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। টুইটারে তিনি লিখেছেন, প্রথম শুনলাম ২৯৪ তারপর হলো ১৭০ সেখান থেকে ১৪৭। এখন দেখলাম ১০০-র আগেই আউট হয়ে গিয়েছি । এরপরই সোমেন পুত্রের কটাক্ষ, এখন তো আর তরমুজ নেই । তবে কি তার ভূত আসন রফা করে দিয়ে গেল?
তার বাবার প্রসঙ্গ টেনে তিনি লেখেন , দলের কারোর প্রতি সম্মান দেখিয়ে এই জোট করা হয়নি ।এর আগে আমার বাবার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে ।কিন্তু কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাতে চাননি। কিন্তু এবার কি হলো। এভাবেই আইএসএফ- এর সঙ্গে কংগ্রেসের জোটকে কটাক্ষ করেছেন তিনি । রোহন প্রশ্ন তুলেছেন , উত্তর কলকাতায় কেন কংগ্রেসের একটি আসনও নেই ?কেন সব আসন জোটকে ছেড়ে দেওয়া হলো। তার প্রশ্ন , মালদা- মুর্শিদাবাদ নয় বলেই কি উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। তার ইঙ্গিত যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version