Monday, May 5, 2025

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না ভারতীকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

স্বস্তিতে প্রাক্তন আইপিএস (IPS) অফিসার তথা বিজেপির (BJP) প্রার্থী ভারতী ঘোষ (Bharat Ghosh)। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। রাজ্য পুলিশের গ্রেফতারির নির্দেশের স্টে অর্ডার পাওয়ার জন্যই তিনি সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন। মঙ্গলবার এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নিদেশ দেয়।

আরও পড়ুন-পাখির চোখ নির্বাচন: ‘দিদি’র মোকাবিলায় ‘মোটাভাই’ হলেন ‘মোদিদাদা’

২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। ওই বছরের ১২ মে তাঁর বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় ভারতীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ভারতী ঘোষের অভিযোগ, ২০১৯-এর ১৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তাঁর আর অভিযোগ তাঁকে হয়রানি করতে FIR-গুলিকে গোপন রাখা হয়েছিল।

প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর ভারতী ঘোষের আইনজীবী সমীর কুমার গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন জানান সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটি গ্রহণ করেছিল বিচারপতি ইউইউ ললিত এবং কেএম জোসেফের ডিভিশন বেঞ্চ। শুনানির দিন স্থির হয় মঙ্গলবার। এদিন সকালে সুপ্রিম কোর্ট, নির্দেশে জানিয়ে দেয় ভারতী ঘোষকে এখনও গ্রেফতার করা যাবে না। বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version