Saturday, December 27, 2025

ব্রিগেডে এসে পথভ্রষ্ট বিজেপি সমর্থক বাড়ি ফিরলেন তৃণমূলের সহায়তায়

Date:

Share post:

ভোটের ঘন্টা বাজতেই প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব শিবির । রাজনৈতিক মঞ্চ থেকে কথার ফুলঝুরি , ব্যক্তিগত আক্রমণ , কিছুই বাদ যাচ্ছে না । এরই মাঝে সৌজন্যবোধ ও কর্তব্যপরায়ণতার সাক্ষী থাকল শাসন। দেখিয়ে দিল, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিত্বের সংঘাত ছাপিয়ে এখনও বেঁচে আছে মনুষ্যত্ব।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভার মির্জাপুরের বাসিন্দা বুধেন মণ্ডল রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে কলকাতায় এসেছিলেন। বিগ্রেড সমাবেশ শেষে তিনি পথভ্রষ্ট হয়ে পড়েন। রাস্তা হারিয়ে কলকাতা থেকে সটান তিনি এসে পৌঁছান শাসন থানা এলাকায়। তিনি যখন নিজের বাড়ি ফেরার রাস্তা ঠিক করতে পারছেন না, তখন স্থানীয় তৃণমূলের নেতৃত্ব তাঁকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। বুধেন জানান, তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে এসে পথ হারিয়ে ফেলেছেন। শাসন থানার আমিনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ওই বিজেপি কর্মীর রাতে থাকার ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব। এরপর তাঁর খাওয়ার ব্যবস্থাও করা হয়।
রাতে শাসন থানায় খবর দেওয়া হয়। শাসন থানার পুলিশ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারাই ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করে। বুধেনের পরিবারকে খবর দেওয়া হয়।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে ওই বিজেপি কর্মীর পরিজনেরা সোমবার সকালে শাসন থানাতে পৌঁছান। শাসন থানার আইসি মণিরুল ইসলাম নিজে ওই বিজেপি কর্মীকে তাঁর পরিবারের হাতে তুলে দেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মির্জাপুর মণ্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ তৃণমূল কর্মী সমর্থকদের এই মানবিকতার পরিচয় পেয়ে শাসন থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন।

spot_img

Related articles

“রবীন্দ্রনাথ বাংলাভাষার শত্রু, বাংলাদেশের শত্রু!” তুলকালাম বাংলাদেশ

দেশের জাতীয় সঙ্গীত যাঁর লেখা, যাঁর গান গেয়ে স্বাধীন বাংলাদেশ পথচলা শুরু করেছিলেন, তিনিই নাকি বাংলাদেশের শত্রু! সম্প্রতি...

মেলবোর্নে লজ্জা মুক্তি, সাড়ে পাঁচ হাজার দিন পর অজিভূমে টেস্ট জিতল ব্রিটিশরা

২০১০-১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেছিল ইংল্যান্ড। তারপর থেকে এখনো পর্যন্ত তিনবার অজিভূমে ব্রিটিশ...

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বয়স্কদের হয়রানি করা হচ্ছে, CEO দফতরে চিঠি দেওয়ার পর অভিযোগ তৃণমূলের

উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষ-বয়স্কদের হয়রানি করা হচ্ছে। বাংলায় সবার মধ্যে অকারণে ভীতি তৈরি করা হচ্ছে। এটা বিজেপির ষড়যন্ত্র এবং...

বিজেপি কর্মী গ্রেফতার হওয়ায় থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি ‘উদ্ধত’ শুভেন্দুর!

দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় এবার নন্দীগ্রামে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে...