Sunday, August 24, 2025

ব্রিগেডে এসে পথভ্রষ্ট বিজেপি সমর্থক বাড়ি ফিরলেন তৃণমূলের সহায়তায়

Date:

Share post:

ভোটের ঘন্টা বাজতেই প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব শিবির । রাজনৈতিক মঞ্চ থেকে কথার ফুলঝুরি , ব্যক্তিগত আক্রমণ , কিছুই বাদ যাচ্ছে না । এরই মাঝে সৌজন্যবোধ ও কর্তব্যপরায়ণতার সাক্ষী থাকল শাসন। দেখিয়ে দিল, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিত্বের সংঘাত ছাপিয়ে এখনও বেঁচে আছে মনুষ্যত্ব।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভার মির্জাপুরের বাসিন্দা বুধেন মণ্ডল রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে কলকাতায় এসেছিলেন। বিগ্রেড সমাবেশ শেষে তিনি পথভ্রষ্ট হয়ে পড়েন। রাস্তা হারিয়ে কলকাতা থেকে সটান তিনি এসে পৌঁছান শাসন থানা এলাকায়। তিনি যখন নিজের বাড়ি ফেরার রাস্তা ঠিক করতে পারছেন না, তখন স্থানীয় তৃণমূলের নেতৃত্ব তাঁকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। বুধেন জানান, তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে এসে পথ হারিয়ে ফেলেছেন। শাসন থানার আমিনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ওই বিজেপি কর্মীর রাতে থাকার ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব। এরপর তাঁর খাওয়ার ব্যবস্থাও করা হয়।
রাতে শাসন থানায় খবর দেওয়া হয়। শাসন থানার পুলিশ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারাই ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করে। বুধেনের পরিবারকে খবর দেওয়া হয়।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে ওই বিজেপি কর্মীর পরিজনেরা সোমবার সকালে শাসন থানাতে পৌঁছান। শাসন থানার আইসি মণিরুল ইসলাম নিজে ওই বিজেপি কর্মীকে তাঁর পরিবারের হাতে তুলে দেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মির্জাপুর মণ্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ তৃণমূল কর্মী সমর্থকদের এই মানবিকতার পরিচয় পেয়ে শাসন থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন।

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...