Tuesday, August 12, 2025

নন্দীগ্রামের কর্মিসভায় দাঁড়িয়ে পুরনো স্লোগান ফিরিয়ে আনলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বললেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম”। বুধবার, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন মমতা। তার আগেরদিন নন্দীগ্রামের মানুষের কাছে রীতিমতো অনুমতি নিলেন তিনি। বলেন, “যদি মনে করেন, আমাকে এখানে চাই না। তাহলে চলে যাব। আর যদি মনে করেন আমি আপনাদের ঘরের মেয়ে, তাহলে আমি কাল মনোনয়ন দেব।” তার এই বক্তব্যের পর এই জনগণের পক্ষ থেকে বিপুল সমর্থন প্রকাশ পায়।

এর আগে নন্দীগ্রাম (Nandigram) থেকে নির্বাচন লড়ার সিদ্ধান্ত এরকমই এক জনসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও তিনি জনতাকে জিজ্ঞাসা করেছিলেন, “কেমন হয়, যদি আমিই নন্দীগ্রামে দাঁড়াই?” তখনও প্রবল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছিল নন্দীগ্রামের মানুষ।

মঙ্গলবার, কর্মিসভায় দাঁড়িয়ে মমতা বলেন, “আগেরবার নন্দীগ্রামে যখন এলাম, তখন কোনও বিধায়ক ছিল না। আমি মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমি যদি প্রার্থী হই। আমার তো ভবানীপুর ছিলই, কোনও খাটনি ছিল না। তবু আমি নন্দীগ্রামকেই বেছে নিলাম। আপনাদের ভালবাসা, উন্মাদনা দেখে বুঝেছিলাম এটাই আমার নন্দীগ্রামের দু’চোখ।”

নন্দীগ্রাম আন্দোলনকে ‘নিজের’ বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, সেদিন যাঁদের রাস্তায় থাকার কথা ছিল, তাঁরা ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন। আর আমি কলকাতা থেকে এখানে এসে মানুষের পাশে দাঁড়িয়েছি”।

এদিন নিজের বক্তব্যে নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে আনেন তৃণমূল নেত্রী। বলেন, তিনি নন্দীগ্রাম আন্দোলনের কথা দিল্লিতে পৌঁছেছিলেন। একইসঙ্গে সিঙ্গুর (Singur) আন্দোলনের কথা স্মরণ করে মমতা বলেন, সিঙ্গুর না হলে, নন্দীগ্রামের আন্দোলনে তুফান আসত না।

নন্দীগ্রামকে দেশের মধ্যে ‘মডেল’ করে তুলতে চান বলে প্রতিশ্রুতি দেন মমতা। বলেন, “হাসপাতাল-কলেজ থেকে জলপ্রকল্প, সব করে দিয়েছি। আগামী দিনে নন্দীগ্রামকে ‘মডেল’ করে দেব”। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এক বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। মমতা বলেন, তার মধ্যেই তিনি নন্দীগ্রামে একটি কুঁড়েঘর তৈরি করে ফেলবেন।

এদিন কর্মিসভার পরে, সোনাচূড়ার বাসুলি মন্দির দর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেন। অপেক্ষারত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বুধবার, হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন মমতা।

 

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version