Tuesday, November 4, 2025

বাংলায় জয় নিশ্চিত, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দাবি নরেন্দ্র মোদির

Date:

নির্বাচনী আগুনে পুড়ছে গোটা বাংলা। বঙ্গ জয়ের লক্ষ্যে নিয়ম করে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতৃত্বরি। পিছিয়ে নেই তৃণমূলও(TMC)। জনসমর্থন আদায়ে জোরকদমে শুরু হয়েছে প্রচার। এহেন সময় বিজেপি(BJP)র সংসদীয় কমিটির বৈঠকে আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় একেবারে নিশ্চিত। স্বাভাবিকভাবেই মোদির এহেন মন্তব্যে উজ্জীবিত রাজ্যের গেরুয়া শিবির।

বুধবার সংসদের সংসদীয় কমিটির বৈঠক ছিল বিজেপি নেতৃত্বের। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে বিজেপি সাংসদদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এবার বাংলায় বিজেপির জয় একেবারেই নিশ্চিত।’ নিজের বক্তব্যের প্রেক্ষিতে কারণ তুলে ধরে তিনি বলেন, গত কয়েকদিনে নিজে বঙ্গ সফরে এসে বাংলার মানুষের মধ্যে যে উদ্দীপনা তিনি দেখেছেন তাতেই তার উপলব্ধি এবারের নির্বাচনে বিজেপিকে সুযোগ করে দিয়ে মমতা সরকারকে ছুড়ে ফেলে দেবে বাংলার জনতা। তবে প্রধানমন্ত্রী এহেন দাবি করলেও তার দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না ‘কয়লা- মাফিয়া’ লালা, আগাম জামিনের আর্জি খারিজ

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ঠিক একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার সে দাবি বাস্তবে মেলেনি। লোকসভা নির্বাচনে বিজেপিকে সুযোগ করে দিল বিধানসভা নির্বাচনে মুখ পুড়েছিল গেরুয়া শিবিরের। এবার বাংলাতেও সেই একই ঘটনা ঘটতে চলেছে।’ পাশাপাশি কুণাল ঘোষ আরো দাবি করেন, ‘নিশ্চিত পরাজয় বুঝে এখন নানা পরিকল্পনা করছে বিজেপি। ধরনের ভোকাল টনিক দিয়ে, দল ভাঙিয়ে যা যা রকম পদ্ধতি অবলম্বন করা যায় সবটা করা হচ্ছে। দেউলিয়াপনা আরো প্রকাশ্যে হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় না আসায় মিঠুন দাকে ধরে বেঁধে আনতে হয়েছে। ওরা মুখ পাচ্ছে না, ওরা লোক পাচ্ছে না। সুতরাং এখন ভোকাল টনিক ছাড়া আর কোনো রাস্তা নেই ওদের।’

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version