Thursday, August 28, 2025

বাংলায় জয় নিশ্চিত, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দাবি নরেন্দ্র মোদির

Date:

নির্বাচনী আগুনে পুড়ছে গোটা বাংলা। বঙ্গ জয়ের লক্ষ্যে নিয়ম করে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতৃত্বরি। পিছিয়ে নেই তৃণমূলও(TMC)। জনসমর্থন আদায়ে জোরকদমে শুরু হয়েছে প্রচার। এহেন সময় বিজেপি(BJP)র সংসদীয় কমিটির বৈঠকে আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় একেবারে নিশ্চিত। স্বাভাবিকভাবেই মোদির এহেন মন্তব্যে উজ্জীবিত রাজ্যের গেরুয়া শিবির।

বুধবার সংসদের সংসদীয় কমিটির বৈঠক ছিল বিজেপি নেতৃত্বের। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে বিজেপি সাংসদদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এবার বাংলায় বিজেপির জয় একেবারেই নিশ্চিত।’ নিজের বক্তব্যের প্রেক্ষিতে কারণ তুলে ধরে তিনি বলেন, গত কয়েকদিনে নিজে বঙ্গ সফরে এসে বাংলার মানুষের মধ্যে যে উদ্দীপনা তিনি দেখেছেন তাতেই তার উপলব্ধি এবারের নির্বাচনে বিজেপিকে সুযোগ করে দিয়ে মমতা সরকারকে ছুড়ে ফেলে দেবে বাংলার জনতা। তবে প্রধানমন্ত্রী এহেন দাবি করলেও তার দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না ‘কয়লা- মাফিয়া’ লালা, আগাম জামিনের আর্জি খারিজ

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ঠিক একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার সে দাবি বাস্তবে মেলেনি। লোকসভা নির্বাচনে বিজেপিকে সুযোগ করে দিল বিধানসভা নির্বাচনে মুখ পুড়েছিল গেরুয়া শিবিরের। এবার বাংলাতেও সেই একই ঘটনা ঘটতে চলেছে।’ পাশাপাশি কুণাল ঘোষ আরো দাবি করেন, ‘নিশ্চিত পরাজয় বুঝে এখন নানা পরিকল্পনা করছে বিজেপি। ধরনের ভোকাল টনিক দিয়ে, দল ভাঙিয়ে যা যা রকম পদ্ধতি অবলম্বন করা যায় সবটা করা হচ্ছে। দেউলিয়াপনা আরো প্রকাশ্যে হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় না আসায় মিঠুন দাকে ধরে বেঁধে আনতে হয়েছে। ওরা মুখ পাচ্ছে না, ওরা লোক পাচ্ছে না। সুতরাং এখন ভোকাল টনিক ছাড়া আর কোনো রাস্তা নেই ওদের।’

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version