Sunday, August 24, 2025

বলিউডে পা রাখছেন আরুশি নিশাঙ্ক। ছবির নাম তারিনী। সম্প্রতি এই ছবির পোস্টার নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন আরুশি। এতক্ষণে পাঠকরা ভেবে ফেলেছেন কে এই আরুশি? কি তাঁর পরিচয়?

আরুশি নিশাঙ্ক প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী এবং পরিবেশবিদ। এছাড়াও তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে। ‘তারিনী’ সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরুশি। এর আগে একটি আঞ্চলিক ছবি প্রযোজনা করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘মেজর নিরালা’। তাঁর বাবা শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের লেখা একটি উপন্যাসের উপর ভিত্তি করেই ছবিটি তৈরি হয়েছিল। ‘তারিণী’ ছবিটি মূলত ৬ জন মহিলা নৌসেনা অফিসারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সমস্ত বাধা পেরিয়ে কী ভাবে ওই ৬ অফিসার ইতিহাস রচনা করবেন তা নিয়েই এগোবে চিত্রনাট্য।

আরও পড়ুন-ভারতের ‘স্যাটেলাইট ম্যান’ উদুপি রামচন্দ্র রাওকে শ্রদ্ধা গুগল ডুডলে

১৭ সেপ্টেম্বর ১৯৮৬ সালে উত্তরাখণ্ডে জন্ম আরুশি নিশাঙ্কের। ছোট থেকেই পণ্ডিত বীরজু মহারাজের কাছে নাচ শিখতেন তিনি। বেশ কিছু নৃত্য পরিচালনাও করেছেন আরুশি। পড়াশোনাতেও বরাবরই মেধাবী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন থেকে ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর করেছেন তিনি। ২০১৫ সালে অভিনব পন্থের সঙ্গে বিয়ে হয় তাঁর। আরুশি দেহরাদুনের হিমালয় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চেয়ারপার্সনও।

এ ছাড়াও গঙ্গা নিয়ে সচেতনতা তৈরি করতে ২০০৯ সাল থেকে ‘স্পর্শ গঙ্গা’ প্রচার প্রকল্পের সঙ্গে যুক্ত হন আরুশি। ২০১৯ সালে নয়াদিল্লি এবং ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন কর্মসূচির প্রধান অতিথি ছিলেন তিনি। এ বার অন্য এক ভূমিকায় দেখা যাবে আরুশিকে।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version