Thursday, August 28, 2025

শনিবার মুম্বই সিটি এফসির( mumbai city fc) বিরুদ্ধে আইএসএল( isl) ফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohnbagan)। তারই প্রস্তুতি বৃহস্পতিবার থেকে শুরু করে দিল হাবাসের( habas) দল।

গ্রুপ পর্বে দুটো ম‍্যাচেই হারতেই হয়েছিল বাগান ব্রিগেডকে। তবে সেই হার ভুলে শনিবার ফাইনাল জিতে কলকাতায় ট্রফি আনতে মরিয়া বাগান ফুটবলাররা। এদিন অনুশীলনে সেটপিসের ওপর জোর দেন বাগানের হ‍্যেডস‍্যার। কারণ মুম্বইয়ের গোল গুলি হয়েছিল সেটপিস থেকে। শনিবারের ম‍্যাচে কোন রকম ফাঁকফকর রাখতে চাননা হাবাস।

শনিবার আইএসএল ফাইনাল। এই হাইভল্টেজ ম‍্যাচ জিততে মরিয়া বঙ্গ ব্রিগেড। অনুশীলন শেষে মুম্বই ম‍্যাচ নিয়ে এখন দিয়েই পরিকল্পনা শুরু প্রবীর দাস, প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্যদের ।

মুম্বই ম‍্যাচ নিয়ে বাগান গোলরক্ষক অরিন্দম বলেন,” গ্রুপ পর্বে মুম্বই সিটি এফসির কাছে আমরা দুটো ম‍্যাচ হেরেছি। কিন্তু ফাইনালে আমরা ম‍্যাচটা জিতে পাল্টা জবাব দিতে চাই। মুম্বইয়ের কাছে যে আমরা গোল খেয়েছি, সেটা আমাদের ভুলে। শনিবার সেই ভুল সুধরে আমার মুম্বই ম‍্যাচে নামব।

একই কথা শোনা যায় প্রীতম কোটালের মুখেও। বাগানের এই ডিফেন্ডার বলেন, ” গ্রুপ পর্বে মুম্বইয়ের সঙ্গে জিততে পারেনি। তবে ফাইনালে আমরা জয়ের ব‍্যপারে আশাবাদী। মুম্বইয়ের সিট পিস ভয়ংকর। ওখান দিয়ে গোল করে ওরা। এবার সেই ভুল গুলো সুধরে শনিবার ম‍্যাচে নামবো আমরা।”

একই কথা শোনা যায় প্রবীর দাস, শুভাশিস বসু, প্রণয় হালদারদের গলাতেও। শনিবারের ম‍্যাচ নিয়ে তাঁরা যে ফোকাসড তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version