Saturday, August 23, 2025

দলের বিরুদ্ধে মুখ খুলে সিপিএম থেকে বহিষ্কৃত শিলিগুড়ির যুব নেতা শঙ্কর ঘোষ

Date:

দলের বিরুদ্ধে তোপ দেগে সিপিএম থেকে বহিষ্কৃত শঙ্কর ঘোষ প্রাথমিক সদস্যপদও হারালেন । এই যুব নেতার অভিযোগ, শিলিগুড়িতে সিপিএম স্থবির দলে পরিণত হয়েছে । বুধবারই তিনি প্রকাশ্যে দল ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরই সিপিএম তাকে বহিষ্কার করে। মঙ্গলবারই তিনি দলের জেলা সম্পাদক জীবেশ সরকারকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছিলেন।
তিনি এদিন সরাসরি অভিযোগ করেন, কয়েকজন নিজেদের স্বার্থে দল পরিচালনা করছে। কোনও বিষয়ে আলোচনা করতে গেলেই অপদস্থ হতে হয়। তার অভিযোগের তীর যে বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্য, জীবের সরকারের মতো নেতৃত্বের দিকে তা বলার অপেক্ষা রাখে না । তার এই অভিযোগ ঘিরে সিপিএমের যুব সংগঠনে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
অভিযোগ, ভোটে দাঁড়ানো থেকে, প্রার্থী বাছাই , পুরসভায় বোর্ডে দায়িত্ব বণ্টন, কাজের অগ্রাধিকার, কাজের ছাড়পত্র বা দলের কোনও সিদ্ধান্ত তথাকথিত ওই নেতারাই নিয়ে থাকেন।পাহাড় নিয়ে দলের দিশাহীন ভূমিকা, আইএসএফের সঙ্গে জোট নিয়ে আপত্তির কথাও শঙ্কর চিঠিতে জানিয়েছেন ।
শিলিগুড়ি সিপিএমে দলত্যাগ নতুন নয়। এর আগে যারা দল ছেড়েছেন তাদের অভিযোগ ছিল, দলের কঠিন সময়ে মাঠে ময়দানের মানুষের সঙ্গে এই নেতাদের কোনও সম্পর্কই নেই।
এ বার ভোটের মুখে শঙ্করও সেই অভিযোগ তুললেন। অবশ্য  সম্পাদক জীবেশের দাবি, ভোটের মুখে দলকে ব্ল্যাকমেল করা হচ্ছে ।সিপিএমের শিলিগুড়ির প্রার্থী অশোক ভট্টাচার্য বলেছেন , দলে এর কোনও প্রভাব পড়বে না।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version