Sunday, May 4, 2025

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে। গতকাল রাতে এমআরআই-এর পর পায়ে সাময়িক প্লাস্টার করা হয়েছে। দ্রুত সেরে ওঠার জন্য শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ বিকেলের দিকে প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে।
নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় । চক্রান্তের অভিযোগ তুলে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার সাংবাদিকদের তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠুভাবে, সমাজকে ঐক্যবদ্ধ রেখে কাজ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার পরই কমিশন পুলিশের এডিজিকে (আইন শৃঙ্খলা) অপসারিত করল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার পর ডিজিকে অপসারিত করা হল। সবচেয়ে লক্ষণীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের একমাত্র মুখ্য়মন্ত্রী, তাঁর উপর আক্রমণের পূর্বাভাস আগে থেকেই ছিল।”
পার্থ চট্টোপাধ্যায়ের সাফ কথা , “বিজেপির বক্তব্যে এটা স্পষ্ট ছিল যে তাঁর উপর আক্রমণ হতে পারে। তা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাহীন অবস্থায় তাঁর উপরে যে আক্রমণ হল সেই দায়িত্ব কার? আইনশৃঙ্খলা আজকে অবনতির দিকে নিয়ে যাওয়ার এবং  রাজ্যে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ শাসনের যে চেষ্টা হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছি। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে । বিপদের দিনেও প্রশাসন পাশে আসতে ভয় পাচ্ছে।
তার প্রশ্ন, বাংলাকে উপেক্ষা কেন? বাংলাকে রাষ্ট্র শক্তি দিয়ে, সেই রাজ্যের নেত্রীর উপর কেন আক্রমণ? আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশন নিয়েছে, তারপর রাষ্ট্রবাদের নতুন উদ্যোগ শুরু হয়েছে। তার দায় নির্বাচন কমিশনকে নিতেই হবে। তারা যেভাবে চালাচ্ছেন, ভয় ভীতি সন্ত্রাসের সৃষ্টি করছে। বিজেপি দল এসে যা বলছে, পরের দিন সেটাই হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার অবিলম্বে ব্যবস্থা নেবে বলে আশাবাদী আমরা।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version