Thursday, May 15, 2025

বঙ্গভোটে বিজেপি’র পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে শনিবার

Date:

কর্মসূচিতে বড়সড় কোনও রদবদল না হলে, আগামীকাল, শনিবার দিল্লি থেকে ঘোষণা করা হবে বঙ্গভোটে বিজেপি (BJP) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (Candidate List)৷ ইতিমধ্যেই বিজেপি গত শনিবার প্রথম ২ দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে৷ শনিবার প্রকাশিত হওয়ার কথা বাকি ৬টি দফার প্রার্থীতালিকা। সূত্রের খবর, শনিবার সকালেই দিল্লিতে দলের নির্বাচনী কমিটির বৈঠক বসছে৷ ওই বৈঠকের পরই সম্ভাবনা রয়েছে তালিকা প্রকাশের৷

প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় একুশের ‘হাইভোল্টেজ’ ভোটের চূড়ান্তলগ্নে কিছুটা পেছিয়েই আছে বিজেপি৷ গত সপ্তাহে রাজ্যের ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। প্রচারেও নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। ওদিকে প্রচারের দৌড়ে ক্রমশই পিছিয়ে পড়ছে বিজেপি।

এই সব বিবেচনা করেই আর দেরি না করে শনিবার সকালেই বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ ওখানেই বাকি আসনের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তা জানানো হবে৷

আরও পড়ুন- অপছন্দের প্রশ্ন, তাই সাংবাদিকদের মুখে স্যানিটাইজার স্প্রে করলেন থাই প্রধানমন্ত্রী!

সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, সব আসনের প্রার্থী ঠিক করা না গেলে, ইতিমধ্যে চূড়ান্ত হওয়া প্রার্থীতালিকা ঘোষণা করে দেওয়া হবে। যেসব আসন নিয়ে জট থাকবে, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেবে দল। কয়েকটি আসনের জন্য বাকি প্রার্থীতালিকা ঘোষণা আটকে থাকবে না।

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version