Thursday, August 21, 2025

মমতার ধাঁচে পরপর মন্দিরে পুজো, শুভেন্দুর মনোনয়ন মিছিলে থাকবেন মিঠুন-স্মৃতি

Date:

একুশের বিধানসভা নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রাম(Nandigram)। হাইভোল্টেজ দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তবে মনোনয়ন জমার ক্ষেত্রে কোথাও যেন মিল পাওয়া গেল এই দুই প্রবল প্রতিপক্ষের। নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিশাল পথে যাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ ঘন্টা পর সেই একই কায়দায় হলদিয়া মনোনয়ন পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আজ মনোনয়ন পেশ করার সঙ্গেই তিনটি মন্দিরে পুজো দেবেন শুভেন্দু। করবেন পুরোদমে জনসংযোগ অভিযান। এদিন শুভেন্দুর মনোনয়ন মিছিলে থাকার সম্ভাবনা রয়েছে মিঠুন চক্রবর্তী ও স্মৃতি ইরানির মতো নেতৃত্বদের।

আরও পড়ুন:পরিস্থিতি পর্যালোচনায় মেদিনীপুরে দুই পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক

শুক্রবার ৯ টায় মিনিটে নন্দীগ্রামের সোনাচূড়ার তেখালিয়া সেতুর পাশে সিংহবাহিনী মন্দিরে পুজো শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘আমি প্রতিবারই মনোনয়ন জমা দেওয়ার আগে এখানে পুজো দিতে আসি। এটা তো আমার প্রথম মনোনয়ন নয়। এটা আমার আস্থার জায়গা।’ এরপর এগারোটা নাগাদ বিশাল রোড শো করে তিনি যাবেন হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিতে। নির্বাচন উপলক্ষে নন্দীগ্রামের ভোটারও হয়েছেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি ছিলেন হলদিয়ার ভোটার। নন্দীগ্রামের ভোটার হিসেবেই এবার তিনি নন্দীগ্রামে নির্বাচনের প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে তাঁর বুথ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version