Sunday, November 16, 2025

জনতার মন জিততে ট্রেনেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

Date:

মিটিং-মিছিল বা জনসভা নয়। এবার সরাসরি লোকাল ট্রেনে উঠে ভোটের প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রামদাস। নিত্যযাত্রীদের কাছে হাতজোড় করে সকলকে বললেন, “আমি ক্যানিংয়ের ছেলে। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছি। আপনাদের সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করব” । প্রচারে বেড়িয়ে তিনি সমবয়সীদের সঙ্গে হাত মেলান। পাশাপাশি গুরুজনদের প্রণাম করে ভোট প্রার্থনাও করেন।

শুক্রবার সকাল সকাল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং প্ল্যাটফর্মের হকার থেকে শুরু করে নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সেইসঙ্গে স্টেশনের মন্দিরে প্রণামও করেন। এরপর ক্যানিং প্লাটফর্ম থেকে তিনি আপ শিয়ালদহ ক্যানিং লোকাল ট্রেনে ওঠে। ট্রেনের মধ্যে রেল যাত্রীদের সঙ্গে তৃণমূলের প্রার্থী পরেশ রামদাস কথা বলেন এবং ভোট দেওয়ার জন্য আবেদন জানান তাঁদের। ট্রেনটি তালদি স্টেশনে দাঁড়ালে সেখানেই নেমে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রামদাস। এরপর তিনি ক্যানিং বন্ধুমহল প্রাঙ্গণে একটি তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। ট্রেনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যালেন্ডার কার্ড বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি না গিয়ে ট্রেনে প্রচার কেন? এর উত্তরে তৃণমূল প্রার্থী পরেশ রামদাস বলেন, “মানুষ জীবিকার তাগিদে সকাল সকাল কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েন। এর ফলে বাড়িতে গিয়েও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। আর তাই তাঁদের সাক্ষাৎ পেতেই লোকাল ট্রেনে ভোট প্রচারের সিদ্ধান্ত।”

আগামী ৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস। নির্বাচনে জিততে মরিয়া তার দল। তাই কোমড় বেঁধে লেগে পড়েছেন ময়দানে।

 

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version