Saturday, August 23, 2025

‘ভোটে জিততেই বিজেপির সঙ্গে জোট’ অকপট স্বীকারোক্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

Date:

“ভোটে জিততেই জোট বেঁধেছি গেরুয়া শিবিরের সঙ্গে। বিজেপির সঙ্গে দলের কোনও আদর্শই মেলে না।” নির্বাচনের প্রাক্কালে ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী (EK Palaniswami)। সেখানে AIADMK -র সঙ্গে জোট বেঁধেছে BJP। কিন্তু জোট বাঁধলেও দু’দলের অন্দরের কোন্দল যে রয়েই গেছে তা ক্রমেই প্রকাশ্যে আসছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিজেপি(BJP) কে তামিলনাড়ুতে শক্ত ঘাঁটি তৈরি করতে সাহায্য করছে AIADMK বলে প্রশ্ন করা হলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, “এটা একেবারেই ভুল ধারণা যে আমরা বিজেপিকে সাহায্য করছি। কেন্দ্রে ক্ষমতা দখল করার পর থেকেই বিজেপি তামিলনাড়ুতে রয়েছে। প্রত্যেক দলের নিজস্ব আদর্শ রয়েছে। এআইএডিএমকেও নিজেদের আদর্শের ভিত্তিতেই সরকার চালাবে। বিজেপির সঙ্গে জোট গড়া হয়েছে কেবল ভোটে জেতার দিকেই চোখ রেখে।” এই মন্তব্যের পরই তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি ডিএমডিকে(DMK) তাদের থেকে আলাদা হয়ে যাওয়ায় বেশ বড়সড় ধাক্কা খেয়েছে এ আইএডিএমকে(AIADMK) ও বিজেপি(BJP)। রাজনীতিবিদ তথা অভিনেতা বিজয়কান্ত,দলের পক্ষ থেকে জানান আসনরফা নিয়ে বারবার আলোচনা করার পরও কোনও রফাসূত্র না মেলায় তারা আর সেই দলের জোটসঙ্গী হতে চায় না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে মতের মিল না হলেও বিজেপি ও পিএমকে দু’দলের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত হয়ে গিয়েছে AIADMK-র। ২০ টি আসনে লড়বে বিজেপি ও ২৩ টি আসনে লড়বে পিএমকে বলে জানানো হয়েছে।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version