Friday, November 14, 2025

অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ে ছ’বছরে আগেই রেলকে সুপারিশ দিয়েছিল দমকল

Date:

রেলের নিউ কয়লাঘাট ব্লিডিংয়ের আগুন লাগার বিষয়টি নিয়ে উঠে এল গুরুত্বপূর্ণ  তথ্য। দমকল বিভাগের দাবি, অগ্নিনির্বাপনণ ব্যবস্থা গড়ে তোলার জন্য বছর ছয়েক আগেই একাধিক সুপারিশ করেছিল তারা।  কিন্ত কাজ হয়নি তাতে। এমনকি চিঠির উত্তরই দেয়নি রেলকর্তৃপক্ষ। চিঠির পরিপ্রেক্ষিতে যে কী ব্যবস্থা রেল নিয়েছিল সেই আলোচনাও দমকলকর্তাদের সঙ্গে করেননি রেলআধিকারিকরা।  অগ্নিকাণ্ডের ঘটনায়  ন’জনের প্রাণ চলে যাওয়ার পর সেই ফাইল নিয়ে উঠেছে প্রশ্ন।  শুরু হয়েছে তদন্তও।  দমকল বিভাগের সুপারিশ কতটা মানা হয়েছিল, তা নিয়ে খোঁজখবর শুরু করেছেন দমকলের অফিসাররা। যদিও এপ্রসঙ্গে রেলকর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তাঁদের জনসংগযোগ আধিকারিক জানান, সেই পুরনো সুপারিশে কী কী সঠিক ছিল তা খতিয়ে দেখা হবে।এবার আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম লাগানোর ব্যবস্থা করা হবে।

নিউ কয়লাঘাট ব্লিডিং-এর বিধ্বংসী আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে। দেখা যায় হাইড্রান্ট করা থাকলেও পাম্প লাগানো নেই। এমনকী কোনও ফ্লোরে গুরুত্বপূর্ণ কিছু মেশিনও নেই। দমকল বিভাগের পাঠানো সুপারিশে এই পুরো বিষয়টি আগে থেকেই বলা হয়েছিল। রেলকর্তৃপক্ষকে তারা আগে থেকেই সতর্ক করেছিল কয়লাঘাটের বিল্ডিংটি বেশ পুরনো। তাই সেখানে উপরে জল তোলার জন্য তিন ধরণের পাম্প লাগানোর কথা বলা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও যাতে জল উপরের ট্যাঙ্কে তোলা যায়, সেজন্য ডিজেল চালিত পাম্পের কথাও বলা হয়। একইসঙ্গে বলা হয়েছিল, প্রতিটি ফ্লোরে কয়েক হাজার গ্যালন জল ধরে এমন পাম্প , এমনকি জলাধার করারও সুপারিশ করা হয়েছিল। দমকলের বক্তব্য, এই সুপারিশ কতটা মানা হয়েছিল, তার ‘ফিডব্যাক’ এখনও পাননি তারা।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version