আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস : হুইল চেয়ারে করেই মিছিলে মমতা
এরপর রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁর অন্য জায়গায় কর্মসূচি ছিল। তাই কোন্নগরের পথসভায় তিনি থাকেননি। তবে নতুন যোগদানকারীদের প্রতি বিজেপি দলের পুরোনো কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করে নিয়ে কৃষ্ণা ভট্টাচার্য। বলেন, তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। আর দলের পুরোনো কর্মীদের তো ক্ষোভ থাকবেই।
রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিজেপির আদি আর নব্য লড়াই প্রকাশ্যে এসেছে। এবার প্রার্থী ঘোষণার আগেই আবার কোন্নগরে বিজেপির অন্দরে এই লড়াই প্রকাশ্যে চলে এল। এদিন কোন্নগরের বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য প্রার্থী ঘোষণা নিয়ে বলেন, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ দীর্ঘদিন ধরে তাঁকেই দেখছে আর তাঁকেই প্রার্থী হিসেবে চাইছে। আবার এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে আসছে তৃণমূল ছেড়ে যাওয়া প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালের নাম। কিন্তু বিজেপির সূত্রে খবর, আদি বিজেপি তাঁকে কখনোই প্রার্থী হিসেবে পছন্দ করছেন না। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণার পর গেরুয়া শিবিরের অন্দরে ফাটল আরও চওড়া হবে বলে মনে করছেন অনেকে।