Friday, November 7, 2025

আদি-নব্যের দ্বন্দ্বে ফাটল চওড়া হুগলির বিজেপির অন্দরে

Date:

বিধানসভা ভোটের আর বেশিদিন বাকি নেই। কিন্তু এখনও সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি (Bjp) । আর প্রার্থী ঘোষণার আগেই হুগলির কোন্নগরে সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের প্রতি ক্ষোভ ক্রমেই বাড়ছে বিজেপির পুরোনো কর্মীদের। শনিবার, কোন্নগরে বিজেপির পথসভা চলছিল। ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal) -সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। মঞ্চে বক্তব্য রাখছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া অশোক মুখোপাধ্যায় (Ashok Mukharjee)। সেই সময় সেখানে হাজির হন আদি বিজেপি কর্মীরা। ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য। কিন্তু পথসভার সামনে গিয়েও মঞ্চে না উঠে সোজা বেরিয়ে যান কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)।

আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস : হুইল চেয়ারে করেই মিছিলে মমতা

এরপর রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁর অন্য জায়গায় কর্মসূচি ছিল। তাই কোন্নগরের পথসভায় তিনি থাকেননি। তবে নতুন যোগদানকারীদের প্রতি বিজেপি দলের পুরোনো কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করে নিয়ে কৃষ্ণা ভট্টাচার্য। বলেন, তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। আর দলের পুরোনো কর্মীদের তো ক্ষোভ থাকবেই।

রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিজেপির আদি আর নব্য লড়াই প্রকাশ্যে এসেছে। এবার প্রার্থী ঘোষণার আগেই আবার কোন্নগরে বিজেপির অন্দরে এই লড়াই প্রকাশ্যে চলে এল। এদিন কোন্নগরের বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য প্রার্থী ঘোষণা নিয়ে বলেন, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ দীর্ঘদিন ধরে তাঁকেই দেখছে আর তাঁকেই প্রার্থী হিসেবে চাইছে। আবার এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে আসছে তৃণমূল ছেড়ে যাওয়া প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালের নাম। কিন্তু বিজেপির সূত্রে খবর, আদি বিজেপি তাঁকে কখনোই প্রার্থী হিসেবে পছন্দ করছেন না। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণার পর গেরুয়া শিবিরের অন্দরে ফাটল আরও চওড়া হবে বলে মনে করছেন অনেকে।

Related articles

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র...

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...
Exit mobile version