Monday, November 3, 2025

ফের সেনার গুলিতে মৃত্যু অন্তত ১২, সেনা অভ্যুত্থানে রক্তাক্ত মায়ানমার

Date:

রক্তস্নাত মায়ানমার (Myanmar)। গুলি চালানোর সময় কাউকেই রেয়াত করছে না মায়ানমারের সেনা।  তাই ১৩ বছরের কিশোরকে মারতেও হাত কাঁপেনি তাদের। যদিও গোটা বিশ্বজুড়ে সেনার এই ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রাষ্ট্রসংঘও এর তীব্র নিন্দা করেছে। কিন্তু কোনু কিছুকেই তোয়াক্কা না করে শনিবার ফের অন্তত ১২ জন গণতন্ত্রকামীকে গুলি করে জুন্টা। এদিনের ম্যান্ডেলায় ধর্নায় বসে থাকা নিরস্ত্র মানুষদের যেভাবে গুলি করা হয়, তা দেখে রীতিমত আঁতকে উঠে প্রত্যক্ষদর্শীরা। সেনার গুলিতে নিহত হন ১২ জন। সেইসঙ্গে ইয়াঙ্গন, প্যায় ইত্যাদি জায়গাতেও নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সি থু তুন নামের এক প্রতিবাদী জানিয়েছেন, চোখের সামনে এক বৌদ্ধ সন্ন্যাসীকেও গুলি করে মেরে ফেলছে মায়ানমার সেনা।  এপর্যন্ত সেনার গুলিতে মৃত্যু হয়েছে প্রায় ৭০ জনেরও বেশি প্রতিবাদী মানুষের।

গত ১ ফেব্রুয়ারি আচমকাই দেশের শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় মায়ানমারের সেনা। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে পথে নামে দেশের আমজনতা। কোথাও বিক্ষোভ দেখাচ্ছে কোথাও আবার শান্তিপূর্ণ অবস্থানে নামেন মায়ানমারের মানুষ। কিন্তু আন সাং সু কি পন্থীদের দমনে মরিয়া হয়ে উঠেছে সে দেশের সেনা। তাই নির্বিচারে দমন পীড়ন চালাচ্ছে তারা। কাঁদানে গ্যাস, জলকামান ছাড়াও রবার বুলেট চালাচ্ছে সেনারা। তাতে আহত হয়েছেন প্রতিবাদীরা।

সম্প্রতি এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন এনএলডি নেত্রী আং সাং সু কি-র আইনজীবী হিন মাউং জ। তাঁর আশঙ্কা, সু কি-কে নতুন ভাবে আইনি জালে জড়াতে পারে সেনা।

Related articles

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...
Exit mobile version