Wednesday, November 5, 2025

বিজেপির চাকরির প্রতিশ্রুতি-কার্ড, নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল

Date:

তিন মাস আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্যে চাকরির প্রতিশ্রুতি-কার্ড প্রকাশ করেছিল বঙ্গ-বিজেপি। কিন্তু সপ্তাহ দুয়েক যেতে না যেতেই বাড়ি-বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ওই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের মুখে এখনও কলকাতার বেশ কিছু কেন্দ্রে ওই কার্ড নিয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিজেপি কর্মীরা। ফর্ম ফিল-আপ করানো হচ্ছে। কখনও কার্ডে লিখতে বলা হচ্ছে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, পরে নিয়ে নেওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন।

ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এই কার্ড প্রকাশের মূল উদ্যোক্তা ছিলেন। তিনি বলেছিলেন, ওই কার্ড নিয়ে ৭৫ লক্ষ যুবক-যুবতীর বাড়ি যাওয়ার কর্মসূচির কথা। তাঁর বক্তব্য ছিল, “বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। তাই আগে থেকেই এ ভাবে কর্মপ্রার্থী যুবক-যুবতীদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হচ্ছে।”

আরও পড়ুন-সি ভোটারের তৃতীয় সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল, বিজেপির সম্ভাবনা হতাশাজনক

জানা যাচ্ছে, চিঠিতে লেখা হয়েছে, রাজনৈতিক প্রতীক এবং দলের নাম ব্যবহার করে ভোটের আগে বেআইনি ভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক বলছেন, “মানুষ এ সব ধাপ্পাবাজিতে বিশ্বাস করেন না। কলকাতা বা পশ্চিমবঙ্গে বিজেপির কোনও বিশ্বাসযোগ্যতা নেই।’’

রাজনৈতিক মহলের সূত্রের মতে, এই বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের ভিতরেই মতপার্থক্য রয়েছে। রাজ্যে কর্মপ্রার্থীদের নাম নথিভুক্ত করার নির্দিষ্ট সরকারি সংস্থা রয়েছে। সরকারি চাকরি পেতে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়। সুতরাং বিজেপি ক্ষমতায় এলেও রাজনৈতিক ভাবে ফর্ম পূরণ করিয়ে কর্মপ্রার্থীদের চাকরি দেওয়া কী ভাবে সম্ভব, সেই প্রশ্ন গোড়া থেকেই রয়েছে দলের অন্দরে। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনও কোনও মন্তব্য করেনি।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version