Saturday, August 23, 2025

ঘড়িতে তখন ভোর ৫ টা ৪৫ মিনিট। বেঙ্গালুরু থেকে সফর শুরু করেছিলেন সন্তানসম্ভবা এক মহিলা। জয়পুর ছিল তাঁর গন্তব্য। বিমানে উঠেও কোনও অসুবিধা হয়নি তাঁর। কিন্তু মাঝ আকাশে যেতেই হঠাৎ তাল কাটে। প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। বিমানের কেবিন ক্রু সদস্য থেকে শুরু করে বিমানে সফররত বাকি যাত্রীরা সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন। শেষে একই বিমানে সফররত এক ডাক্তারের সহায়তায় গোটা ঘটনাটিকে সামাল দিয়ে জন্ম হয় ফুটফূটে এক শিশুর। সফররত ওই চিকিৎসক, ডাঃ শুবাহানা নাজির জানান, ‘সংকট কাটিয়ে সুস্থ আছেন মা ও মেয়ে’।

বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু-জয়পুর বিমানে(6E 469) এই ঘটনাটি ঘটে। জন্ম দেওয়ার সগে সঙ্গেই মা ও শিশুর জন্য জয়পুর বিমানবন্দরে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে বলা হয়। সকাল ৮ টায় বিমানটি জয়পুর বিমানবন্দরে অবতরণ করার পর, ইন্ডিগো বিমানের পক্ষ থেকে বিমানে সফররত চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা তাঁর হাতে ‘ধন্যবাদ’-এর কার্ড তুলে দেন।

মাঝ আকাশে বিমানে সন্তানে জন্ম দেওয়ার ঘটনা অবশ্য আগেও বহুবার দেখা গিয়েছে। গত বছরও এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা সন্তান প্রসব করেছিলেন। সেই সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। মাঝ আকাশেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। বেঙ্গালুরুতে বিমানের অবতরণের পর সেই শিশুকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাঁকে ওই সংস্থার বিমানের পক্ষ থেকে জানানো হয় , শিশুটি সারাজীবন ওই সংস্থার বিমানে সম্পূর্ণ বিনা খরচে যাতায়াত করতে পারবে।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version