Tuesday, November 11, 2025

ফের ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস , নতুন করে সংক্রমণ ছড়াল আরও চার রাজ্যে

Date:

করোনাভাইরাসের (corona virus)দ্বিতীয় ঢেউয়ের (second wave) মারাত্মক প্রভাব শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র জুড়ে। পাশাপাশি নতুন করে আরও চার রাজ্যে সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র(Maharashtra) ছাড়াও পাঞ্জাব(Punjab), গুজরাত(Gujarat), কর্ণাটক(Karnataka) ও দিল্লিতে (Delhi)হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

মহারাষ্ট্রে (Maharashtra) একদিনেই ২৩ হাজারের বেশি নতুন সংক্রমনের ঘটনা নথিভূক্ত হয়েছে (New Covid Cases)। বিভিন্ন জেলায় লকডাউন এবং নাইট কার্ফু জারি হওয়ার পরেও মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমছে না কিছুতেই । যা বাস্তবিকই চিন্তায় ফেলেছে উদ্ধব ঠাকরে সরকারকে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন৷ পরিস্থিতি খতিয়ে দেখতে গত সপ্তাহে সেখানে কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ দল গিয়েছিল৷ এই দলের থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই স্বাস্থ্যসচিব চিঠি লেখেন৷ করোনা ভাইরাসের এই হঠাৎ বৃদ্ধি কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷

মহারাষ্ট্র ছাড়া দেশের অন্য চার রাজ্যও দ্রুত করোনা ভাইরাসে সংক্রমিতের হার বাড়তে শুরু করেছে৷ পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ২,০৩৯ জনের নতুন করে রোগাক্রান্ত হওয়ার খবর এসেছে৷ সেরে উঠেছে ১২৭৪ জন৷ মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ পঞ্জাব ছাড়া, গুজরাত, কর্ণাটক, দিল্লিতেও হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে৷

 

গুজরাতে গত ২৪ ঘণ্টায় ১১২২ টি নতুন সংক্রমনের ঘটনা সামনে এসেছে৷ ৭৭৫ মানুষ সুস্থ হয়েছেন৷ ৩ জনের মৃত্যু হয়েছে৷ গুজরাতের আমেদাবাদ, সুরাত, ভদোদরা , রাজকোটে নাইট কার্ফু আরও ২ ঘণ্টা করে বাড়ানো হয়েছে৷


কর্ণাটকেও আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে৷ নতুন আক্রান্তের সংখ্যা ১২৭৫৷ সেরে উঠেছেন ৪৭৯ জন৷ মৃত্যু হয়েছে ৪ জনের৷ এছাড়া দিল্লিতে আক্রান্তের একদিনে সংখ্যা ৫৩৬৷ সেরে উঠেছেন ৩১৯ জন৷ মারা গেছেন ৩ জন৷

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version