Sunday, November 9, 2025

আজ পুরুলিয়ায় মোদির সভা, ভিড় হবে তো? চিন্তায় নেতৃত্ব

Date:

বঙ্গ দখলের লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে প্রায় প্রতিদিন রাজ্যে সভা করে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। ধারা অব্যাহত রেখে আজ, বৃহস্পতিবার পুরুলিয়ার(Purulia) মফস্‌সল থানার নবকুঞ্জ মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার বিজেপির(BJP) জেলা ও রাজ্য নেতারা দফায় দফায় সভাস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন। লোকসভা ভোটের আগেও প্রধানমন্ত্রী পুরুলিয়ায় সভা করেছিলেন। সেইরকম ভিড় এবার হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন বিজেপির জেলা নেতারা। কারণ বিগত বেশ কয়েকদিন ধরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সভাতে সেভাবে জনসমাগম আর চোখে পড়ছে না প্রার্থী কোন্দলের জেরে। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য নেতৃত্বরা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হুটমুড়া স্কুল গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডে এসে পৌঁছবেন। সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সভাস্থল ভাঙড়ার নবকুঞ্জ ময়দান। হেলিপ্যাড থেকে গাড়িতে সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তাঁর যাত্রাপথের দু’দিকেও বিজেপি কর্মী-সমর্থকরা থাকবেন। বিজেপির পুরুলিয়া জেলার সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, মূলত পাড়া, কাশীপুর, জয়পুর, রঘুনাথপুর ও পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে বেশি সংখ্যক কর্মী-সমর্থক সভায় আসবেন। দূরবর্তী কেন্দ্রগুলি থেকে লোক কম আসবেন। লোকসভা ভোটের আগের ভিড়কে কি এবার ছাপিয়ে যাবে? বিদ্যাসাগরবাবু বলেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে রেকর্ড সংখ্যক লোক আসবেন।

আরও পড়ুন:ভোট পর্যন্ত হেডকোয়ার্টার থেকে নড়তে পারবেন না তৃণমূল প্রার্থী লাভলির IPS স্বামী

বিজেপির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক শঙ্কর মাহাত বলেন, এদিন দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট রয়েছে। জেলার বাস ছাড়াও চাহিদা থাকায় ঝাড়খণ্ড থেকেও বাস নেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে অসংখ্য ছোট গাড়িও।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version