২৫ মার্চের ‘কালরাত্রি’ স্মরণে এক মিনিটের ব্ল্যাকআউট

খায়রুল আলম, ঢাকা

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা স্মরণে রাত ৯টা থেকে ৯টা এক মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই বা জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউট আওতার বাইরে থাকবে। ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই ‘ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পালনে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদফতর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করবেন।

আরও পড়ুন- অতিমারি সতর্কতা মেনেই ‘অমর একুশে’ শুরু বইমেলা 

Advt

Previous articleঅতিমারি সতর্কতা মেনেই ‘অমর একুশে’ শুরু বইমেলা 
Next articleব্রেকফাস্ট স্পোর্টস