এদিকে, দক্ষিণ দিনাজপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ দলীয় কর্মীদের, গো ব্যাক স্লোগান। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের নাম ঘোষণার পরই ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা। ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বহিরাগত বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগানও দেন দলীয় কর্মীরা। স্থানীয় প্রার্থীর দাবিতে অনড় বিজেপি কর্মী-সমর্থকরা। ইসলামপুরে বিজেপির প্রার্থী বদলের দাবিতে পার্টি অফিসের সামনে টায়ারে আগুন, বিক্ষোভ।
একই ছবি মালদহের মানিকচকে। বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ, দলীয় কার্যালয়ে ভাঙচুর মানিকচকে। গৌর মণ্ডল বিজেপি প্রার্থী হওয়ায় জেলা মালদহ পার্টি অফিসে ব্যাপক উত্তেজনা। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান বিজেপির কর্মী-সমর্থকরা। ব্যাপক বিক্ষোভ চলছে। মুর্শিদাবাদের কান্দিতে প্রার্থী পছন্দ নয়, বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।
আরও পড়ুন:ভয়াবহ হচ্ছে করোনা, ৫ রাজ্যে আতঙ্ক, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৪ জনের, হেলদোল নেই বাংলার