Sunday, November 9, 2025

“বাংলা নিজের মেয়েকেই চায়”, দিদির সবুজ সাথী সাইকেলে চেপে মনোনয়ন লাভলির

Date:

একুশের হাইভোল্টেজ নির্বাচনে (Assembly Election) শাসক-বিরোধী টলিউডের (Tollywood) দাপাদাপি। প্রার্থী তালিকায় তারকার চমক। ভোট প্রচারেও একের পর এক অভিনবত্ব। তবে সব কিছুকে ছাপিয়ে গেলেন সোনারপুরে দক্ষিণ ( Dinajpur South) কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC) লাভলি মৈত্র (Lucky Montri)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সবুজ সাথী” সাইকেলে চেপে ”খেলা হবে…” স্লোগানের তালে তালে ব্যাট হাতে আজ মনোনয়নপত্র জমা দিতে এলেন টলি তারকা লাভলি!

আজ, শুক্রবার বারুইপুর কোর্টের সামনে থেকে সাইকেলে চেপে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত আসেন লাভলি মৈত্র। প্রায় হাফ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে মহকুমাশাসকের দফতর পর্যন্ত আসেন তিনি।

মনোনয়ন জমা দেওয়া ঘিরে এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতির পাশাপাশি রাস্তার দু’পাশে পথ চলতি মানুষ লাভলিকে একপলক দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন। সমর্থকদের ডিজে গাড়িতে তখন “খেলা হবে” রিমিক। কর্মী-সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে নাচতেও দেখা গেল প্রার্থী লাভলি মৈত্রকে।

মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভলি মৈত্র বলেন, “খেলা হবে। দলের এত কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মানে আজ আমি অভিভূত। আজ আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। এত মানুষের সমর্থন পাচ্ছি, নিজের জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।”

জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী লাভলি মৈত্র যে বিরোধী পক্ষের কোনও প্রার্থীকেই চোখে পড়ছে না তাঁর। তাঁর কথায়, “বিরোধী দলের কোনও ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড়ও নেই।”

টলিউড সহকর্মী অঞ্জনা বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও, তাঁকে যে তিনি এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তা বুঝিয়ে দিলেন কথাতেই। লাভলি মৈত্র অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি বাংলার সংস্কৃতি নষ্ট করছে।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version