Tuesday, May 6, 2025

ফের ভোটের মুখে তৃণমূলে (TMC) যোগ দিলেন দুই জনপ্রিয় টলি তারকা। বলা, টলিউডের (Tollywood) সাম্প্রতিক সময়ের সেরা সেলিব্রিটি দম্পতি নীল ভট্টাচার্য (Nil Bhattacharya)ও তৃণা সাহা (Trina Saha) আজ, শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপস্থিতিতে এদিন দলের পতাকা হাতে তুলে নেন নীল–তৃণা। তাঁদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন এবং স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। তারকা দম্পতি নীল–তৃণার পাশাপাশি এদিন টলিউডের প্রযোজক অঙ্কিত দাসও যোগ দেন তৃণমূলে।

এই মুহূর্তে টলিউড কার্যত আড়াআড়ি বিভাজন। একদল তারকা শাসক তৃণমূলের ছত্রছায়ায়, তো অন্য একদল গেরুয়া শিবিরে। একুশের হাইভোল্টেজ নির্বাচনে যুযুধান দুই পক্ষ অনেক আসনে সেলিব্রিটিদের প্রার্থী করেছেন। তৃণমূলে যোগদান প্রসঙ্গে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা বলেন, “দিদিকে ছোট থেকে দেখে বড় হয়েছি। তাঁর লড়াই সামনে থেকে দেখেছি। মানুষের জন্য কাজ করার মানসিকতা দেখেছি। দিদির কাজ দেখে সবসময় অনুপ্রাণিত হয়েছি। অভিনয়ের কেরিয়ারেও দিদি সবসময় পাশে থেকে উৎসাহ জুগিয়েছেন। তৃণমূলে যোগ দিয়ে আরও বেশি করে মানুষের কাজ করে যেতে চাই। বাংলার উন্নয়নে দিদি যেভাবে কাজ করে চলেছেন সেই কাজে দিদির পাশে থাকতে চাই।টলিউডের শিল্পীদের জন্যও অনেক কাজ করেছেন দিদি। তাই আমাদের মনে হয় সবারই দিদির পাশে থাকা দরকার।”

 

সব আসনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। হঠাৎ এখন কেন রাজনীতিতে যোগদান? এ প্রসঙ্গে তৃণা বলেন, “এই প্রথম নয়। আগেও তৃণমূলের প্রচারে আমরা ছিলাম। আর রাজনীতিতে আসা মানেই ভোটে দাঁড়ানো নয়। মানুষের জন্য কাজ করাটাই আসল।”

Related articles

বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট?

আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে,...

SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই...

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...
Exit mobile version