নন্দীগ্রাম সহ অন্যত্র হুইলচেয়ারে প্রচার করে মমতা তাঁর প্রতি জনতার আবেগকে উসকে দিতে চাইছেন বলে মনে করে বিজেপি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর অসুস্থতাকে চ্যালেঞ্জ করে শালীনতার সীমা ছাড়ালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে এক জনসভায় এই নিয়ে মমতাকে চরম আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কথায়, একজন মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী করেছেন তা বলবেন, আর উনি পা দেখাচ্ছেন। ঠ্যাং দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থী হাত জোড় করে ঘুরছে, আর একজন প্রার্থী লাথি দেখিয়ে ঘুরছে। এটা ভোটারদের অপমান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ ‘ভুয়ো’ বলেও দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দুর কটাক্ষ, এখন বলছে, সিপিএম আমার মাথা ফাটিয়েছিল, বিজেপি আমার পা ভেঙে দিয়েছে। আমার দাবি, নির্বাচন কমিশন এইমস থেকে একটা মেডিক্যাল বোর্ড পাঠিয়ে পরীক্ষা করুক। সব বেরিয়ে পড়বে। এসব নাটকবাজি লোকে ধরে ফেলেছে। এতে চিঁড়ে ভিজবে না।