Sunday, August 24, 2025

প্রতিদ্বন্দ্বীকে কুৎসিত কটাক্ষ। পায়ে আঘাত পাওয়ার পর হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভোট প্রচারকে নজিরবিহীন কটাক্ষ করলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (shuvendu adhikari)। একদা সতীর্থ এবং এখন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু কদর্য ভাষায় সমালোচনা করলেন তাঁর প্রাক্তন দলনেত্রীকে। মমতাকে তোপ দেগে শুভেন্দু বলেন, রাজ্যের সব প্রার্থী যখন জনতাকে হাতজোড় করে নমস্কার করছেন তখন উনি সবাইকে লাথি দেখাচ্ছেন। এসব নাটকে আর চিঁড়ে ভিজবে না।

নন্দীগ্রাম সহ অন্যত্র হুইলচেয়ারে প্রচার করে মমতা তাঁর প্রতি জনতার আবেগকে উসকে দিতে চাইছেন বলে মনে করে বিজেপি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর অসুস্থতাকে চ্যালেঞ্জ করে শালীনতার সীমা ছাড়ালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে এক জনসভায় এই নিয়ে মমতাকে চরম আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কথায়, একজন মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী করেছেন তা বলবেন, আর উনি পা দেখাচ্ছেন। ঠ্যাং দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থী হাত জোড় করে ঘুরছে, আর একজন প্রার্থী লাথি দেখিয়ে ঘুরছে। এটা ভোটারদের অপমান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ ‘ভুয়ো’ বলেও দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দুর কটাক্ষ, এখন বলছে, সিপিএম আমার মাথা ফাটিয়েছিল, বিজেপি আমার পা ভেঙে দিয়েছে। আমার দাবি, নির্বাচন কমিশন এইমস থেকে একটা মেডিক্যাল বোর্ড পাঠিয়ে পরীক্ষা করুক। সব বেরিয়ে পড়বে। এসব নাটকবাজি লোকে ধরে ফেলেছে। এতে চিঁড়ে ভিজবে না।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version