Thursday, August 28, 2025

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের অধীনে নিয়োগের (WBPSC Recruitment ২০২১) বিজ্ঞপ্তি জারি করেছে।
আপাতত নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। পরে তা স্থায়ী হতে পারে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে (বিজ্ঞাপন নম্বর ৪/ ২০২১), ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের আওতায় টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হবে।

আসন সংখ্যা- ২টি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে https:// wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু: ১২ মার্চ, ২০২১
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২ এপ্রিল, ২০২১

আবশ্যিক যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির যে কোনও শাখায় প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা গড়ে য৬০ শতাংশ নম্বর বা B+ অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম মানের শিক্ষাগত যোগ্যতা।

শিক্ষকতা বা গবেষণা বা প্রশাসন বা শিল্পে ৪ বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসাবে গণ্য হবে । এর মধ্যে কোনও ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল কলেজে বা পলিটেকনিকে লেকচারার পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া প্রার্থীদের ম্যানেজমেন্ট সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমা এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের ২০২১ সালের ১ জানুয়ারি তারিখ অনুসারে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।

বেতনক্রম:

টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বেতনক্রম ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা (পে ব্যান্ড ৪এ) + গ্রেড পে ৫,৪০০ টাকা।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version